ISL: অবনমন প্রক্রিয়া এখনই নয় আইএসএলে, ঘোষণা এআইএফএফ সভাপতির

সময়ের সাথে পাল্লা দিয়েই বর্তমানে গোটা বিশ্বে যথেষ্ট পরিচিতি পাচ্ছে ভারতীয় ক্লাব ফুটবল। বিশেষ করে আইএসএল (ISL) চালু হওয়ার পর থেকেই আরো বেশি উন্নতি লক্ষ্য…

Kalyan Chaubey, President of AIFF

সময়ের সাথে পাল্লা দিয়েই বর্তমানে গোটা বিশ্বে যথেষ্ট পরিচিতি পাচ্ছে ভারতীয় ক্লাব ফুটবল। বিশেষ করে আইএসএল (ISL) চালু হওয়ার পর থেকেই আরো বেশি উন্নতি লক্ষ্য করা গিয়েছে এখানে। দলের সংখ্যা বাড়ার পাশাপাশি ফুটবলারদের পারফরম্যান্সের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গিয়েছে। সেজন্য, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলারদের আসার সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। প্রত্যেকটি মরশুমে নতুন নতুন ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়ে সকলের।

সময় যত এগিয়েছে হাইপ্রোফাইল কোচ থেকে শুরু করে হাই প্রোফাইল ফুটবলারদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে। এবারের এই মরশুমে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে দলে টেনে সকলকে চমকে দিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস। এছাড়াও এই তালিকায় রয়েছেন আর্মান্দো সাদিকু থেকে শুরু করে হিজাজি মাহের, টম জুরিক, জর্ডন মারি ও আদ্রিয়ান লুনারা মতো ফুটবলাররা।

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলারদের নজর থাকে এখন এই টুর্নামেন্টের দিকে‌। এছাড়াও দেশের ফুটবলপ্রেমীদের কাছেও সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠেছে এই ইন্ডিয়ান সুপার লিগ।

যা নিঃসন্দেহে বড়সড় পাওনা। তবে এখনো পর্যন্ত দেশের এই ফুটবল টুর্নামেন্টে জারি করা সম্ভব হয়নি অবনমন প্রক্রিয়া। যারফলে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গুলির ক্ষেত্রে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ রয়েছে ফুটবল দলগুলির। আগত মরশুম থেকেই রেলিগেশন শুরু করার কথা ভাবা হলেও তা যে সম্ভব নয়, সেটা পরিষ্কার করে দিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে।

তিনি বলেন, এক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই আইএসএলের ফ্রাঞ্চাইজি গুলি ব্যাপক পরিমাণের অর্থ ইনভেস্ট করে থাকেন। তাছাড়া আইএসএলে অবনমন প্রক্রিয়া শুরু করার মত পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এক্ষেত্রে আইলিগের মান যতক্ষণনা উন্নত হচ্ছে তা আদতে করা সম্ভব নয়। তাই আরো বেশ কিছুটা সময় লাগবে এটি চালু করতে। তারই মন্তব্য থেকেই পরিষ্কার সমস্ত কিছু।