Ahmed Jahouh: এই মরোক্কান তারকার দিকে নজর ওডিশার, চিনে নিন এই ফুটবলারকে

এবারের ফুটবল মরশুমের শুরুতে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ওডিশা এফসি। মরশুম শুরু হওয়ার আগে অনেক আশা নিয়ে স্প্যানিশ কোচ জোসেফ গাম্বাউ কে দলের দায়িত্ব দেওয়া হলেও খুব একটা আহামরি কিছু করতে পারেনি তার দল।

Ahmed Jahouh

এবারের ফুটবল মরশুমের শুরুতে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ওডিশা এফসি। মরশুম শুরু হওয়ার আগে অনেক আশা নিয়ে স্প্যানিশ কোচ জোসেফ গাম্বাউ কে দলের দায়িত্ব দেওয়া হলেও খুব একটা আহামরি কিছু করতে পারেনি তার দল। শেষ হিরো আইএসএলে নক আউট পর্বের ম্যাচে যুবভারতীতে এটিকে মোহনবাগানের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল নন্দকুমারদের।

এরপরে আইএসএল শেষ হতেই জোসেফ গাম্বাউ কে দল থেকে ছেটে ফেলে হয়। তার বদলে ক্লিফোর্ড মিরান্ডার হাতে দলের দায়িত্ব তুলে দেয় ওডিশা ম্যানেজমেন্ট। তার কাঁধে ভর করেই এবার বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে সুপার কাপ চ্যাম্পিয়ন হয় দিয়াগো মরিসিওরা। পাশাপাশি নয়া রেকর্ড তৈরি করেন ওডিশা কোচ। প্রথম ভারতীয় কোচ হিসেবে সুপার কাপ জয় করেন মিরান্ডা। যা নিঃসন্দেহে অত্যন্ত গৌরবের।

কিন্তু সেখানেই শেষ হয়নি তাদের মরশুম। পরবর্তী সময়ে নিজেদের কঠিন প্রতিপক্ষকে হারিয়ে এএফসি কাপে ও সুযোগ করে নেয় এই ওডিশা। এরফলে, ভারতের অন্যান্য দলগুলোর ক্ষেত্রে ফুটবল মরশুম শেষ হয়ে গেলেও এখন এএফসি কাপে ভালো রেজাল্ট করার জন্য মুখিয়ে ওডিশা শিবির। পাশাপাশি এখন থেকেই আগামী মরশুমের জন্য নিজেদের ঘর গোছাতে মরিয়া তারা। সেজন্য নিজেদের উইশ লিস্ট মিলিয়ে এখন থেকেই নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে টানতে চাইছে সুপার কাপ বিজয়ীরা। এক্ষেত্রে মুম্বাই সিটি এফসির প্রাক্তন ফুটবলার তথা অধিনায়ক মুর্তাজা ফলের দিকে অনেক আগে থেকেই নজর ছিল তাদের। সেইমতো তার এজেন্টের সঙ্গে নাকি কথাবার্তা ও শুরু করে ওডিশা। তবে বাঁধা হয়ে দাঁড়ায় ইস্টবেঙ্গল।

শোনা যেতে থাকে, এই বিদেশি ফুটবলারকে আগামী মরশুমের জন্য দলে টানতে চাইছে কলকাতার এই প্রধান। এমনকি ফলের সঙ্গে কথাবার্তা ও নাকি অনেকদূর এগিয়ে নিয়েছে লাল-হলুদ শিবির। তবে এখনো পর্যন্ত এই তারকা ফুটবলারকে দলে আনার ব্যাপারে চূড়ান্ত কোনো ঘোষণা করা হয়নি ক্লাবের তরফে। এসবের মাঝেই মুম্বাই সিটি এফসির আরেক তারকা ফুটবলার আহমেদ জাহৌর উপর নজর রাখা শুরু করেছে ওডিশা ম্যানেজমেন্ট। বর্তমানে তার সঙ্গে মুম্বাই সিটি এফসির চুক্তি থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। এরপরই হয়ত ওডিশা উড়ে যেতে পারেন ৩৪ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার।

উল্লেখ্য, মুম্বাই সিটির পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের ক্ষেত্রে ও যথেষ্ট সফল এই তারকা। আইএসএল ট্রফি জেতার পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের তকমা ও রয়েছে এই মরোক্কান তারকার। তবে মুম্বাই সিটির তরফে এই খেলোয়াড়ের সাথে চুক্তি বাড়ানোর কথা থাকলেও আগামী মরশুমে দল বদল করতে পারেন তিনি।