Jason Cummings: কোথায় যাবেন কামিন্স? মোহনবাগানের পাশাপাশি তাকে নিতে আগ্ৰহী মুম্বাই

বাড়তি নজর রেখে আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। গত কয়েকমাস ধরেই এক্ষেত্রে উঠে আসছিল অস্ট্রেলিয়ান লিগ খেলা তারকা ফুটবলার জেসন স্টিফেন কামিন্সের (Jason Cummings) নাম।

ATK Mohun Bagan's forward Jason Cummings

কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মরশুম। এবার দল গোছানোর পালা। আগামী মরশুমের জন্য নিজেদের দলকে আরও শক্তিশালী করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। পিছিয়ে নেই সঞ্জীব গোয়েঙ্কার সবুজ-মেরুন। গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও ফরোয়ার্ডের সমস্যায় ভুগতে হয়েছে এটিকে মোহনবাগানকে।

তাই সেই দিকে বাড়তি নজর রেখে আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। গত কয়েকমাস ধরেই এক্ষেত্রে উঠে আসছিল অস্ট্রেলিয়ান লিগ খেলা তারকা ফুটবলার জেসন স্টিফেন কামিন্সের (Jason Cummings) নাম। যিনি বর্তমানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ফরোয়ার্ড লাইন সামলাচ্ছেন। শুধু তাই নয়, কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব ও সামলাচ্ছেন এই তারকা। এবার তাকে নেওয়ার জন্য হুড়োহুড়ি দুই আইএসএল জয়ী দলের মধ্যে। একজন মোহনবাগান। অন্যজন মুম্বাই সিটি এফসি।

প্রথম দিকে শোনা যাচ্ছিল, বড় অঙ্কের আর্থিক চুক্তিতে নাকি সবুজ-মেরুনে আসতে আগ্ৰহী এই অজি ফুটবলার। তা সত্যি হলে আগামী মরশুমেই আইএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হবেন জেসন কামিন্স। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। হিসেব নিকেশ করলে দেখা যায়, প্রায় ৩ কোটি টাকা ট্রান্সফার ফি ছাড়া ও বছরে প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক চাইছেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপার। সব মিলিয়ে মোট ১২ কোটির আশেপাশে। যা এক কথায় অবিশ্বাস্য। যারফলে, তার এজেন্ট কে কিছুটা দর কমানোর আর্জি জানানো হয়েছিল বাগান ম্যানেজমেন্টের তরফে। বলা হয়েছিল, এই তারকা যদি নিজের পারিশ্রমিক কিছুটা কম করেন তাহলে তার সাথে চুক্তি সেরে ফেলবে মোহনবাগান।

এই সুযোগকে কাজে লাগিয়েই তাঁকে নিতে আগ্ৰহ প্রকাশ করে গত আইএসএলের সেমিফাইনালিস্ট মুম্বাই সিটি এফসি। সূত্র অনুযায়ী খবর, কামিন্সের এজেন্টের সাথে নাকি একপ্রস্থ কথাও হয়েছে রনবীর কাপুরের দলের। তবে আদৌ কত টাকা দেওয়া হবে সেকথা এখনো জানা যায়নি। তবে কামিন্স কে আগামী মরশুমের জন্য দলে রাখতে আগ্ৰহী নয় তার বর্তমান ক্লাব। সেন্ট্রালকোস্ট মেরিনার্সের কর্তাদের কথায় ভারতীয় ক্লাব গুলির তরফে কামিন্স কে যে পরিমাণ অর্থ দেওয়ার কথা বলা হচ্ছে তা আমাদের ক্ষেত্রে দেওয়া সম্ভব নয়। তাই চলতি লিগের সেমিফাইনাল ও ফাইনাল খেলেই রিলিজ করে দেওয়া হবে এই অজি তারকা কে। তারপর কোথায় আসবেন কামিন্স? সেটাই দেখার।