Mohammedan SC: হাতে ধরেই ট্রফি ভেঙে ফেলল মহামেডান স্পোর্টিং? জানুন সত্যিটা

গত ৬ এপ্রিল শিলং লাজং এফসিকে হারিয়ে আইলিগ সুনিশ্চিত করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই ম্যাচ জয়ের পর থেকেই খুশির আবহ ছিল সমর্থকদের মধ্যে।…

Mohammedan SC Break the Trophy

গত ৬ এপ্রিল শিলং লাজং এফসিকে হারিয়ে আইলিগ সুনিশ্চিত করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই ম্যাচ জয়ের পর থেকেই খুশির আবহ ছিল সমর্থকদের মধ্যে। খাতায় কলমে দল চ্যাম্পিয়ন হয়ে গেলেও বাকি ছিল আরও একটি ম্যাচ। আজ সেই ম্যাচ খেলতেই যুবভারতী ক্রীড়াঙ্গনে দিল্লি এফসির মুখোমুখি হয়েছিল আন্দ্রে চেরনিশভের ছেলেরা।

তবে নিয়মরক্ষার এই ম্যাচে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছে তাদের। ম্যাচ জিতে ট্রফি সেলিব্রেশন করার ভাবনা থাকলেও তা আদতে বাস্তবায়িত হয়নি। নিয়ম রক্ষার ম্যাচে একাধিক বদল এনেছিলেন চেরনিশভ। সিনিয়র দলের গোলরক্ষক থেকে শুরু করে একাধিক দাপুটে বিদেশি ফুটবলারদের রিজার্ভ বেঞ্চে রেখেই আজ মাঠে নেমেছিল দল। যার প্রভাব দেখা গিয়েছে প্রতিটা মুহুর্তে।

তবে শেষ পর্যন্ত ব্যবধান কমান ব্যারেটো। তবে এই পরাজয় নিয়ে খুব একটা চিন্তিত নন কেউ। পরবর্তীতে সকল সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আইলিগের ট্রফি তুলে দেওয়া হয় দলের হাতে। বহু বছর ধরে যেই ট্রফিকে কেন্দ্র করে এত উন্মাদনা এত আশা ছিল সমর্থকদের, তা আজ পরিণতি পেয়েছে। স্বাভাবিকভাবেই এই আনন্দের ঢেউ বইতে থাকে সকলের মধ্যেই। ট্রফি নিয়ে সেলিব্রেশন করার সময় ঘটে যায় এক বিশেষ ঘটনা। হঠাৎ মাটিতে গিয়ে পড়ে ট্রফির উপরের অংশটি। যা হতবাক করেছিল সকলকে। পরবর্তীতে আবারো আগের মতো করেই ট্রফিটি নিয়ে সেলিব্রেশন করতে দেখা যায় সকলকে।

আসলে শুনতে অবাক লাগলেও হয়নি তেমন কিছুই। মূলত ট্রফিটি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়ার সময় কিছুটা অসাবধানতা দেখা দেওয়ায় জেরেই ঘটে যায় এমন ঘটনা। যারফলে, পরবর্তীতে দেখা যায়নি আর কোনো সমস্যা।