বিদেশি ছাড়াই হবে ফুটবল লিগ? কী বলছেন AIFF সভাপতি?

ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থে নেওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ’র (AIFF) তরফে। যেখানে পরবর্তী ফুটবল মরশুম গুলিতে বিদেশিদের দাপট কমতে চলেছে রাজ্যের পাশাপাশি জেলার ফুটবল লিগে। কারন সেখানে বিদেশি ফুটবলার দের বাদ দিয়েই টুর্নামেন্টে দল নামানোর কথা জানানো হয়েছিল এই সংস্থার তরফে।

Kalyan Chaubey, President of AIFF

ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থে নেওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ’র (AIFF) তরফে। যেখানে পরবর্তী ফুটবল মরশুম গুলিতে বিদেশিদের দাপট কমতে চলেছে রাজ্যের পাশাপাশি জেলার ফুটবল লিগে। কারন সেখানে বিদেশি ফুটবলার দের বাদ দিয়েই টুর্নামেন্টে দল নামানোর কথা জানানো হয়েছিল এই সংস্থার তরফে।

যারফলে, আসন্ন মরশুম থেকে নিজেদের মেলে ধরার একাধিক সুযোগ পাবে দেশের উদীয়মান ফুটবলাররা। এই প্রসঙ্গে গত মাসে ইস্টবেঙ্গলের বার পুজোয় এসে মুখ খুলেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। গোটা বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরেছিলেন সাংবাদিকদের সামনে। তার ঠিক কিছুদিন পরেই লিখিতভাবে জানানো হয় সমস্ত কিছু। তবে এক্ষেত্রে স্পনসরশিপ থেকে শুরু করে সম্প্রচার মাধ্যম গুলির থেকে সবুজ সংকেত পাওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে গতকাল দুই পক্ষের কর্তাদের বৈঠকের শেষে অনেকটাই পরিষ্কার হয়ে যায় আগামী দিনের পরিকল্পনা।

বৈঠক শেষ করে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে পরিষ্কার জানিয়ে দেন, বাংলার ফুটবলের হাল ধরতে এবার থেকে বিদেশি ফুটবলার ছাড়াই আয়োজন করতে হবে সমস্ত ফুটবল টুর্নামেন্ট। তবে এক্ষেত্রে আইএফএ কর্তাদের তরফে স্পনসরশিপ সহ একাধিক সমস্যার কথা তুলে ধরাহলে এআইএফএফ সভাপতি বলেন, এক্ষেত্রে কতৃপক্ষ কে বোঝানোর দায়িত্ব আইএফএ কর্তাদের নিতে হবে।

এছাড়াও তিনি আরও বলেন, এআইএফএফ এর তরফে বিদেশিহীন লিগ করার কথা চূড়ান্ত হয়ে গিয়েছে। তাছাড়া যারা কলকাতা লিগের স্পনসর হয়ে আসবে তাদের সকলেরই ব্যবসা বাংলার বুকেই। সেজন্য তাদের সকলকে রাজি করিয়ে নিজেদের ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি ফুটবলের স্বার্থের দিকে ও নজর রাখতে হবে।

বৈঠক শেষে এই নিয়ে আইএফ কর্তা অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বেশকিছু বছর ধরেই বলে আসছি যে এবার থেকে বিদেশি ফুটবলার ছাড়াই বাংলার এই লিগ হোক। তবে আমাদের সচিব যে সমস্ত যুক্তি দেখিয়েছেন সেগুলি ও ভুল নয়। তবে আমি আশাবাদী খুব তাড়াতাড়ি কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে।এছাড়াও আইএফএ সচিব বলেন, ফেডারেশন সভাপতির সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। আশা করি তাড়াতাড়ি সমস্যার সমাধান মিলবে।