ইন্ডিয়ান সুপার লীগ(ISL)অষ্টম সংস্করণ চলছে গোয়ার বেলে মাটিতে। সাম্প্রতিক সময়ে বিশ্ব জুড়ে নতুন করে থাবা বসিয়েছে কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’ ভাইরাস। পূর্ব ইউরোপের দেশগুলোর প্রশাসন লকডাউন ঘোষণা করতেই জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রশাসন এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে। ভারতকেও গ্রাস করেছে ‘ওমিক্রন’ ভাইরাস।
কোভিড -১৯’র নতুন প্রজাতি ওমিক্রনের থাবায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ঘরোয়া ক্রিকেটের ২০২১-২২ মরসুমে রঞ্জি ট্রফি, কর্ণেল সিকে নাইডু ট্রফি,কোচবিহার ট্রফি এবং সিনিয়র উইমেনস টি২০ লিগ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে,প্রেস বিবৃতি প্রকাশ করে।
অন্যদিকে, ২০২১-২২ মরসুমে আই লিগ কলকাতায় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে লিগ কমিটি সিদ্ধান্ত নেয় ওমিক্রন ভেরিয়েন্টের বাড়বাড়ন্তের কারণে আই লিগ (I-League) সাময়িক ভাবে স্থগিত করার।
কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টের সংগঠক যৌথভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) চলতি টুর্নামেন্ট স্থগিত না করার অবস্থানে অনড়।
নিজেদের অনড় অবস্থানকে জনতা এবং দেশের প্রশাসনের স্বীকৃতি আদায়ের জন্য সতরঞ্জের(দাবার চাল) খিলাড়ি হিসেবে ময়দানে নামিয়েছে ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দোকে।
বুধবার ATK মোহনবাগানের টুইটার হ্যান্ডেলে হুয়ান ফেরান্দোর একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে।ওই ভিডিওতে ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দো চলতি ISL টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার ইস্যুতে জোরদার সওয়াল করেছেন।আসলে ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দোকে দিয়ে ইন্ডিয়ান সুপার লীগ(ISL) চালিয়ে যাওয়া হবে এই বার্তাই দিতে চেয়েছে যৌথ আয়োজক প্রতিষ্ঠান AIFF-FSDL।
হুয়ান ফেরান্দোর ভাইরাল হওয়া ওই টুইট ভিডিওতে বলেন,”আমরা যদি এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে চাই, তাহলে শক্তিশালী হওয়া এবং স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়া জরুরি।”
এরই সঙ্গে উদাহরণ টেনে হুয়ান ফেরান্দোকে দিয়ে যৌথ আয়োজক প্রতিষ্ঠান AIFF-FSDL যুক্তি খাঁড়া করতে চেয়ে বলিয়েছে,”না না, আপনাকে চালিয়ে যেতে হবে(ISL টুর্নামেন্ট)। আপনার সামনে অনেক উদাহরণ রয়েছে প্রিমিয়ার লিগ, লা লিগা, ফ্রেঞ্চ লিগ। পিএসজিতে লিওনেল মেসি, টটেনহ্যামে ৬-৭ জন ফুটবলার, স্পেনেও অনেক ফুটবলার কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।”
ISL’র যৌথ আয়োজক প্রতিষ্ঠান AIFF-FSDL কোভিড-১৯ ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বাস্থ্য সংক্রান্ত গাইডলাইনকে ঢাল হিসেবে ব্যবহার করে ওই টুইট ভিডিও’তে ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দোকে দিয়ে আরও বলিয়েছে,”মাস্ক পড়তে হবে, দুরত্ববিধি বজায় রাখতে হবে।”
ইতিমধ্যেই FSDL’র CEO মার্টিন বেইন ISL টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দলকে ইমেল করেছে কোভিড-১৯ সংক্রমণের জেরে ম্যাচ স্থগিতকরণের ইস্যুতে।
ওই ইমেলে FSDL’র CEO উল্লেখ করেছেন,”যদি ১৫ জন খেলোয়াড় একটি ম্যাচের জন্য উপলব্ধ না হয়, তাহলে লীগ চেষ্টা করবে এবং পরবর্তী তারিখে ম্যাচের সময়সূচী করার।” শুধুমাত্র কোনও ম্যাচ পুনঃনির্ধারণ সম্ভব না হলে, ওই ম্যাচ ৩-০ স্কোরলাইন ঘোষিত করা হবে”।
ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসতেই তড়িঘড়ি আইএসএলের (ISL) ৫৩ তম ম্যাচ , যা ওডিশা এফসি’র সঙ্গে হওয়ার কথা ছিল ওই ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৫ জানুয়ারি ATK মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচও স্থগিত করা হয়েছিল।
আগামী বৃ্হস্পতিবার টুর্নামেন্টে ATK মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স এফসি’র মধ্যে ম্যাচ রয়েছে, যা চলতি টাইটেলশিপের ৬৬ তম ম্যাচ আনুষ্ঠানিকভাবে। অবশ্য এই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা রয়েছে। কেননা অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে, কেরালা ব্লাস্টার্স এফসি শিবিরে এক বিদেশী ফুটবলার কোভিড-১৯ পজিটিভ রোগী হিসেবে চিহ্নিত হয়েছে।
‘If we want to fight this virus, it’s important to be strong and continue normal life.’
Juan Ferrando talks about the current COVID situation!#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL pic.twitter.com/oxew0PMFxo
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 19, 2022
অসমর্থিত সূত্রে আরও দাবি করা হয়েছে, সম্প্রতি গোয়ায় গত তিন দিনের কোভিড-১৯ সংক্রমণের পজিটিভ (ইতিবাচকতা) কেসের হার হল 45.7%, 45.8% এবং 41.25%৷ পরীক্ষিত প্রতি দ্বিতীয় ব্যক্তি ইতিবাচক, এবং এগুলি কেবলমাত্র RT-PCR পরীক্ষা। বেশিরভাগই র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করছেন এবং নিজেদের বাড়িতেই নিভৃতবাসে বিচ্ছিন্ন করছেন। অসমর্থিত সূত্রের দাবি, এমনকি গোয়াতে, জৈব-সুরক্ষা বলয় বায়ো বাবোলের ভিতরে থাকাও নিরাপদ নয়।
এমন আবহে কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে’র বাড়বাড়ন্তের মাঝেও কোভিড বিধিনিষেধকে ঠেঙ্গা দেখিয়ে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি ম্যাচ(ইতিমধ্যেই ৪ ম্যাচ স্থগিত হয়েছে ISL) স্থগিত রেখেই দায় ঝেড়ে ফেলতে উঠেপড়ে লেগেছে ISL’র যৌথ আয়োজক প্রতিষ্ঠান AIFF-FSDL। বহাল তবিয়ৎ’এ ইন্ডিয়ান সুপার লীগ (ISL) নিয়ে অনড় অবস্থানে AIFF-FSDL।