Karnataka: সরকারকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর দেহরক্ষীরাই মাদক কারবারি!

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের বাসভবনের দুই নিরাপত্তা রক্ষীকে মাদক যোগে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হল। ধৃত দুজন মাদক ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করত বলে…

Karnataka

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের বাসভবনের দুই নিরাপত্তা রক্ষীকে মাদক যোগে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হল। ধৃত দুজন মাদক ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করত বলে অভিযোগ।

মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত হেড কনস্টেবল শিব কুমার এবং কনস্টেবল সন্তোষ নওকারের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মাদক ব্যসায়ীদের থেকে টাকার বিনিময়ে মামলা না করার শর্ত দেয়। গত ১৩ জানুয়ারি কোরামঙ্গলায় একজন মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে আটক করা হয়। কিন্তু ওই দিনই ধৃত দুই পুলিশকর্মীকে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে রিপোর্ট করতে হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে পার্ক করা একটি অটো রিকশায় সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে এক নাগরিকের কাছ থেকে সতর্কবার্তা পায় পুলিশ কন্ট্রোল রুম। ‘হয়সালা’ পুলিশের টহল বাহন ঘটনাস্থলে গেলে পুলিশের ইউনিফর্ম পরা দুই ব্যক্তিকে থ্রি-হুইলারে থাকা আরও দুজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

অভিযুক্ত মাদক ব্যবসায়ীর দাবি, ওই দুই পুলিশ কর্মী তাদের ছেড়ে দেওয়ার পরিবর্তে টাকা দাবি করেছিল।

যদিও অনেকেই মনে করছেন, ধৃত দুই কনস্টেবলও মাদক ব্যবসায়ীর সাথে যুক্ত ছিল।খোদ মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের এই মাদকযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে