Uttarakhand: বিজেপিতে যোগ দিলেন বিপিন রাওয়াতের ভাই

বিধানসভা নির্বাচনের (assembly election) আগে উত্তরাখণ্ডে (uttarakhand) বড় চমক দিল বিজেপি। আগামী মাসে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন কপ্টার দুর্ঘটনায় নিহত…

Bipin Rawat's brother joined BJP

বিধানসভা নির্বাচনের (assembly election) আগে উত্তরাখণ্ডে (uttarakhand) বড় চমক দিল বিজেপি। আগামী মাসে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন কপ্টার দুর্ঘটনায় নিহত সেনা সর্বাধিনায়ক (chief of defence staff) বিপিন রাওয়াতের (bipin rawat) ভাই কর্নেল বিজয় রাওয়াত (vijay rawat)।

কয়েকদিন আগেই বিজয় রাওয়াত দিল্লিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে দেখা করেছিলেন। গুজব উঠেছিল, বিজয় রাওয়াত বিজেপিতে যোগ দিতে চলেছেন। শেষ পর্যন্ত বুধবার বিকেলে সেই জল্পনাই সত্যি হল।

এদিন গেরুয়া দলে যোগ দেওয়ার পর বিজয় জানিয়েছেন, বিজেপি যদি সুযোগ দেয়, তবে তিনি উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে প্রস্তুত আছেন। তিনি বিজেপির জন্য কাজ করতে চান।

বুধবার সকালে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন নিয়ে দিল্লিতে দলীয় বৈঠক হয়। দলীয় বৈঠকে যোগ দিতেই ধামি দিল্লিতে আসেন। ওই বৈঠকে বিজেপির সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেন। এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দিল্লিতেই বিজেপিতে যোগ দেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ভাই।

বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, আমাদের পরিবার বরাবরই বিজেপির সমর্থক। আমার বাবা, দাদা, এমনকী আমার ছেলেও সেনাকর্মী। বিজেপির সঙ্গে আমরা সহমত পোষণ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে যেভাবে শক্তিশালী করেছেন তা প্রশংসার যোগ্য।

সম্প্রতি উত্তরাখণ্ডে বিজেপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ক্রমশই বাড়ছে। এই অবস্থায় জেনারেল বিপিন রাওয়াতের ভাইকে দলে নিয়ে বিজেপি বড় চমক দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রাক্তন সেনাপ্রধান সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা প্রাণ হারিয়েছিলেন।