AFC Cup: আবাহনীর বিরুদ্ধে বাগানের তিন পরিবর্তন, হেক্টরের অভিষেক

এএফসি কাপে (AFC Cup) বাংলাদেশের ঢাকা আবাহনীর (Dhaka Abahoni) বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করল মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।

Mohun Bagan Super Giant

এএফসি কাপে (AFC Cup) বাংলাদেশের ঢাকা আবাহনীর (Dhaka Abahoni) বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করল মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। প্রথম একাদশের বাইরে বিদেশি ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল, ডিফেন্সিভ মিডফিল্ডার গ্লেন মার্টিন এবং অ্যাটাকিং মিডফিল্ডার দিমি পেট্রেটস। সবুজ মেরুন জার্সিতে অভিষেক হল নবাগত বিদেশি হেক্টর ইয়ুস্তের।

ঢাকা আবাহনীর বিরুদ্ধে আজ মোহন বাগান সুপার জায়ান্টের মরণ বাঁচন ম্যাচ। AFC প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দুই দলকেই জিততে হবে আজ। এমন পরিস্থিতিতে সবুজ মেরুন শিবির স্টার্টিং লাইন আপে করল একাধিক পরিবর্তন। পরিবর্তন যে হতে পারে সেটা আগেই আঁচ করা গিয়েছিল। ক্লাবের অন্দরে শোনা যাচ্ছিল ফিটনেস সমস্যার কথা। এদিনের ম্যাচে রিজার্ভ বেঞ্চেও ব্র্যান্ডন হামিল ও দিমি পেট্রেটসকে রাখেননি কোচ হুয়ান ফেরান্ড।

   

প্রথম একাদশে নেই ডিফেন্সিভ মিডফিল্ডার গ্লেন মার্টিন। স্প্যানিশ কোচের পছন্দের ফুটবলার হিসেবে ময়দানে পরিচিত গ্লেন। এশিয়ান প্রতিযোগিতার গত ম্যাচে দল বড় ব্যবধানে জিতলেও মাঝমাঠে দানা বাঁধেনি মোহন বাগান সুপার জায়ান্টের খেলা। অনেকে কাঠগড়ায় তুলে ছিলেন মার্টিনকে। শেষ পর্যন্ত তিনি প্রথম একাদশের বাইরে। বদলে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ হাইপ্রোফাইল বিদেশি হেক্টর ইয়ুস্তে। কলকাতায় পৌঁছানোর এক দিনের ব্যবধানে ম্যাচে নেমে পড়েছেন তিনি।

বাগানের আক্রমণভাগে হুগো বুমোস, অর্মন্দো সাদিকু, জেসন কামিন্স। সেই সঙ্গে রয়েছেন লিস্টন কোলাসো। ঢাকা আবাহনীর আক্রমণভাগের ফুটবলাররা বেশ দক্ষ। তাদের বিরুদ্ধে আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপারা কেমন খেলেন সে দিকে বাগান ভক্তদের চোখ থাকবে। ফ্যাক্টর হতে পারেন হেক্টর ইয়ুস্তে।