AFC Asian Cup: হংকংকে হারালেই ব্লু টাইগার্সরা এএফসির মূলপর্বে

AFC cup India vs Hong Kong

জিততেই হবে। এমন লক্ষ্য নিয়ে মঙ্গলে হংকংয়ের মুখোমুখি ভারত। জিতলেই এশিয়ান কাপ (AFC Asian Cup) মূলপর্বে চলে যাবে নীল বাঘেদের দল- ভারত।

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে পরপর দুটি ম্যাচ জিতে মূলপর্বের কাছাকাছি ভারত। প্রতিপক্ষ হংকংয়ের বিরুদ্ধে জিতে সরাসরি গ্রুপের এক নম্বর দল হিসেবে এশিয়ান কাপের মূলপর্বে যাওয়া লক্ষ্য ভারতের এএফসি এশিয়ান কাপে যাওয়া নিয়ে আশাবাদী সুনীল ছেত্রী। তিনি বলেছেন ২০১৯ সালে শেষবার এশিয়া কাপে খেলেছিলাম আমরা। এশিয়ার সেরা ফুটবলারদের বিরুদ্ধে খেলা সত্যি দারুণ ব্যাপার।

   

AFC Asian Cup Qualifiers India

তবে হংকং ম্যাচে ভারতীয় টিম তৈরিতে গলদঘর্ম কোচ ইগর স্টিমাচ। হংকংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচেও জয়ের জন্য অলআউট ঝাঁপানোর কৌশল নিতে পারেন তিনি। সেক্ষেত্রে সুনীল ছেত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।.

সোমবার সাংবাদিক বৈঠকে ইগর স্টিম্যাচ জানালেন, আমি জানি না কী করে প্রথম একাদশ বাছব। কাকে দলে রাখব আর কাকে বাদ দেব। এটা অবশ্যই দলের জন্য খুবই স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা। সুনীল ছেত্রী বলেছেন বলেন, হংকং ভাল দল, তবে আমরা ঘরের মাঠে খেলছি। ফ্যানরা স্টেডিয়ামে উপস্থিত থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন