RFDL: জাতীয় লিগে ৫ গোলে হারল বাংলার দল

এক বা দুই গোল নয়, একেবারের ৫ গোলে পরাজয়।  শনিবার আরএফডিএল-এ (RFDL) ০-৫ গোলে হারল অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপিয়ে খেলল…

Northeast United FC vs Adamas United SA

এক বা দুই গোল নয়, একেবারের ৫ গোলে পরাজয়।  শনিবার আরএফডিএল-এ (RFDL) ০-৫ গোলে হারল অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপিয়ে খেলল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি।

আঞ্চলিক পর্বে ভালো খেলছিল অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস। ভালো খেলে প্রাথমিক গ্রুপ পর্ব থেকে উঠে এসেছে জাতীয় গ্রুপ স্টেজে। এখানে চ্যালেঞ্জ যে আরও একটু বেশি সেটা বেশ টের পাচ্ছে অ্যাডামাসের তরুণ ফুটবলাররা। বিরতির আগে ২-০ গোলে এগিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড। বিরতির পর দিয়েছে আরও তিন গোল।

দিল্লির মাঠে ছন্নছাড়া ফুটবল খেলল অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস। নিজেদের মধ্যে ছোটো পাস খেলার পাশাপাশি লং বল দেওয়া-নেওয়ার চেষ্টা করেছিল দলের ফুটবলরা। সবক্ষেত্রে সফল হয়নি তারা। লং বল বাড়াতে গিয়ে অনেক সময় হয়েছে ভুল। গুরুত্বপূর্ণ সময়ে হারিয়েছে বলের দখল। যার ফলে অচিরেই খেলা ধরে নিচ্ছিল নর্থ ইস্ট ইউনাইটেড স্পোর্টস। ম্যাচের প্রথম গোলের ক্ষেত্রে নর্থ ইস্ট ফুটবলারের ব্যক্তিগত দক্ষতা চোখে পড়ার মতো।

আধুনিক ফুটবলে ডিফেন্স লাইন থেকে ছোটো পাস খেলে আক্রমণ গড়ে তোলার প্রবণতা দেখা যায়। অ্যাডামাসের খেলায় সব সময় সেটা চোখে পড়েনি। মরীয়া হয়ে বল ক্লিয়ার করছিল অ্যাডামাসের ফুটবলাররা। অনেকে হয়তো বলবেন, নো ননসেন্স ডিফেন্ডিং।

পরিকল্পনা যাই থাকুক-না কেন সেটা কাজে আসেনি। নর্থ ইস্ট ইউনাইটেডের খেলা অনেক সংবদ্ধ দেখিয়েছে এই ম্যাচে। মাঝ মাঠে পাসিং কিংবা উইংকে কাজে লাগানোর ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন উত্তর-পূর্ব অঞ্চলের এই দলের ফুটবলাররা। সর্বোপরি বলা যায়, যোগ্য দল হিসেবেই জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির যুব দল।