Chocolate: চকোলেট খাওয়ার পরই রক্তবমি শিশুর! তদন্তে যা উঠে এল

কেক খেয়ে শিশুমৃত্যুর ঘটনার মাসখানেক কাটতে না কাটতেই আবারও বিপত্তি! ফের সংবাদ শিরোনামে পঞ্জাব। এবার চকোলেট (Chocolate) খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ল এক খুদে,…

chocolate

কেক খেয়ে শিশুমৃত্যুর ঘটনার মাসখানেক কাটতে না কাটতেই আবারও বিপত্তি! ফের সংবাদ শিরোনামে পঞ্জাব। এবার চকোলেট (Chocolate) খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ল এক খুদে, তেমনটাই অভিযোগ শিশুটির পরিবারের। চাঞ্চল্যকর এই ঘটনাটি পঞ্জাবের লুধিয়ানার।

স্বাস্থ্য দফতরের লোকজন চকোলেটের দোকানে পৌঁছতেই উঠে আসে বিস্ফোরক তথ্য। চকোলেটের নমুনা পরীক্ষার পর জানা গিয়েছে, শিশুটি যে চকোলেট খেয়েছিল সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল। এই ঘটনা ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ওই শিশুর পরিবারের দাবি, চকোলেট খাওয়ার পর শিশুটির রক্তবমি শুরু হয়ে যায়।

দেড় বছরের শিশুটি চকোলেট খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়ে। স্বাস্থ্য দফতরের লোকজন এই ঘটনার কথা জানার পর দোকানে যান এবং সেখান থেকে চকোলেটের নমুনা সংগ্রহ করেন। এক আধিকারিকের কথায়, দোকানের কিছু সামগ্রীয় মেয়াদ পেরিয়ে গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোকানটি সিল করার দাবি জানিয়েছে ওই শিশুর পরিবার।

ওই শিশুর এক আত্মীয় সংবাদমাধ্যমকে বলেন, রাবিয়া এবং তার পরিবারের সদস্যরা লুধিয়ানা থেকে আমাদের পাতিয়ালার বাড়িতে এসেছিল। লুধিয়ানা ফিরে যাওয়ার আগে আমরা ওকে ফলের রস, চকোলেট সহ অন্যান্য সামগ্রী উপহার দিই। বাড়ি ফিরে চকোলেট খায় সে। এরপরই অসুস্থ হয়ে পড়ে।

গত মাসে পাতিয়ালায় নিজের জন্মদিনের কেক খাওয়ার পর মৃত্যু হয় ১০ বছরের এক শিশুর। বিষক্রিয়ার ফলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। ওই শিশুর দাদুর কথায়, জন্মদিনের কেক খাওয়ার পরই আমাদের পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়েন। এমনকী ওই শিশুর ছোট বোনও সেই কেক খাওয়ার পর অসুস্থতা অনুভব করে।