ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে এক দেশ থেকে অন্য দেশের ক্লাবের সঙ্গে যুক্ত হন ফুটবলাররা। বাংলাদেশের ফুটবলার খেলেছেন ভারতের ক্লাবে। এবারেও তেমনই একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশি তারকা ফুটবলার এবারের মতো ভারতের ক্লাবে খেলতে পারলেন না।
আরও পড়ুন: Mohun Bagan: চোট গুরুতর নয় সবুজ-মেরুনের এই তারকার, জানুন
বাংলাদেশের ক্রীড়া সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মহিলা দলের জন্য বাংলাদেশের এক ফুটবলারকে দলে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বাংলাদেশের মহিলা ফুটবলার সানজিদার (Bangladeshi Footballer Sanjida Akhter) ভারতীয় ক্লাবে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। ইস্টবেঙ্গল তাকে দলে নেওয়ার ব্যাপারে প্রবলভাবে উৎসাহী ছিল বলে মনে করা হচ্ছে। সানজিদা নিজেও হয়তো ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি পরে মাঠে নামার ব্যাপারে আগ্রহী ছিলেন।
আরও পড়ুন: Controversy: মোহনবাগান ম্যাচে রেফারির লাল কার্ড নিয়ে তৈরি একাধিক বিতর্ক
কিন্তু শেষ পর্যন্ত এবার সেটা হয়নি। ওপার বাংলার মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে খেলতে পাঠানোর ব্যাপারে সায় দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। ফেডারেশনের পক্ষ থেকে ছাড়পত্র না মেলায় ভারতের ক্লাবের সঙ্গে চুক্তি হয়নি সানজিদার। ইস্টবেঙ্গল ছাড়াও ওড়িশা এফসিও বাংলাদেশ থেকে ফুটবলার নিয়ে আসার ব্যাপারে আগ্রহী ছিল বলে দাবি করা হয়েছে। সব ঠিক থাকলে বাংলাদেশের একাধিক ফুটবলারকে ভারতীয় ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারতো। প্রতি ক্ষেত্রেই বাংলাদেশের ফুটবল নিয়ামক সংস্থা সবুজ সংকেত দেয়নি বলে মনে করা হচ্ছে।










