মেক্সিকোয় ফুটবল ম‍্যাচ চলাকালীন ঝামেলায় ২২ দর্শক জখম

শনিবার মেক্সিকো সিটি সাক্ষী থাকলো একটি ফুটবল কেন্দ্রীক অশান্তির।ঝামেলার তীব্র’তা ছিলো এতোটাই যে তা পরবর্তী সময়ে ছড়িয়ে পরে গোটা মাঠে।গোটা ঘটনায় মোট ২২ জন আহত…

violence Mexican football match

শনিবার মেক্সিকো সিটি সাক্ষী থাকলো একটি ফুটবল কেন্দ্রীক অশান্তির।ঝামেলার তীব্র’তা ছিলো এতোটাই যে তা পরবর্তী সময়ে ছড়িয়ে পরে গোটা মাঠে।গোটা ঘটনায় মোট ২২ জন আহত হয়েছেন।

Advertisements

এদিন ক্লাউসুরা ফুটবল টুর্নামেন্টের নবম রাউন্ডের ম‍্যাচে মুখোমুখি হয়েছিল কুয়েরতারো বনাম আটলাস।ম‍্যাচ’টি অনুষ্ঠিত হয়েছিল লা করি গিদোরা স্টেডিয়ামে।খেলা চলাকালীন ৬৩ মিনিটে দুই দলের সমর্থক’রা জড়িয়ে পরে গন্ডগোলে।

   

violence Mexican football match

পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে তা দেখে নিরাপত্তা রক্ষীরা স্টেডিয়ামের দ‍রজা খুলে দেয় যাতে নিরাপদে দর্শকরা বেড়োতে পারেখ্যড☺️ ফ্য,a।কিন্তু উগ্র সমর্থক’রা নিজেদের ট ঝামেলা জাড়ি রাখে।যা দেখে ম‍্যাচ তৎক্ষনাৎ বন্ধ করে ফুটবলার’দের ড্রেসিং রুমে পাঠিয়ে দেওয়া হয়‌।

ঝামেলা শুধুমাত্র তর্কাতর্কি’তে থেমে থাকেনি, পরবর্তী সময়ে কটুক্তি’র পাশাপাশি হাতাহাতি’তে জড়ায় তারা।!ঝামেলার জেরে ভেতরে নষ্ট হয়েছে একটি ভি এর আর মেশিন।

গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন মেক্সিকো লিগের প্রেসিডেন্ট, তিনি ট‍্যুইটে জানিয়েছেন – স্টেডিয়ামে যারা প‍র্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি তারা প্রত‍্যোকেই শাস্তি পাবেন ।আমাদের কাছে ফুটবলার’দের নিরাপত্তা’র বিষয়টি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।”