Ukraine War: থামো পুতিন, যুদ্ধ বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়ায় গ্রেফতার চলছে

পুতিন তুমি থামো। ইউক্রেনে রুশ সেনার হামলার (Ukraine War) প্রতিবাদে রাশিয়া এমনই স্লোগানে উত্তাল। আর প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শয়ে শয়ে রুশ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হচ্ছে।…

পুতিন তুমি থামো। ইউক্রেনে রুশ সেনার হামলার (Ukraine War) প্রতিবাদে রাশিয়া এমনই স্লোগানে উত্তাল। আর প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শয়ে শয়ে রুশ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হচ্ছে। রাশিয়ার জেলখানাগুলো উপচে পড়ছে।

ফের রাশিয়ার বহু শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখা গেছে। রাশিয়ার ২১টি শহরে ৬০০ এর বেশি যুদ্ধ বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন। সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতারের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।  এমনই জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ওভিডি ইনফো মনিটরিং গ্রুপ বলছে, ১১ দিন আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এপর্যন্ত ৮ হাজারের বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে রাশিয়ায় গ্রেফতার করা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে দেশ দুটির মধ্যে তৃতীয় দফা আলোচনা সোমবার অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান আগের দুই দফায় আলোচনায় অংশ নেওয়া এক ইউক্রেনীয়ান কূটনীতিক।এর আগে ২৮ ফেব্রুয়ারি বেলারুশে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ১ মার্চ দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়।