Pakistan: জঙ্গিদের গুলিতে নিহত একাধিক পাক সীমান্তরক্ষী

পাকিস্তানের (Pakistan) সেনাবাহিনী বলেছে যে ইরান থেকে হামলাকারীরা তাদের চার সীমান্তরক্ষীকে হত্যা করেছে। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে হামলা হয়।…

pakistan_army

পাকিস্তানের (Pakistan) সেনাবাহিনী বলেছে যে ইরান থেকে হামলাকারীরা তাদের চার সীমান্তরক্ষীকে হত্যা করেছে। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে হামলা হয়। হামলার জন্য তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠি।

ঘটনাটি ঘটেছে বালোচিস্তান প্রদেশের কেচ জেলায়। এই প্রদেশের সাথে আফগানিস্তান এবং ইরানের সাথে দীর্ঘ সীমান্ত আছে। জঙ্গিরা দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ ঘটায়।

   

Advertisements

পাক সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, “ইরানের দিক থেকে একটি দল পাকিস্তান-ইরান সীমান্তে কর্মরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত সীমান্ত টহল আক্রমণ করেছে।”

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News