নিউজ ডেস্ক: দুর্গাপূজার কিছু নিয়মাচারের ব্যাতিক্রম এবারেও থাকছে বাংলাদেশে। রাজধানী ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রামকৃষ্ণ মিশন সহ কোনও পূজা মন্ডপে হয়নি কুমারীপূজা।
জনসমাগম এড়াতে অষ্টমী তিথিতে ঢাকায় হচ্ছে না কুমারীপূজা। মূলত এবার উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
জানানো হয়েছে, কোনও আরতি প্রতিযোগিতা হবে না, বসবে না মেলা। দশমীতে হবে না বিজয়ার শোভাযাত্রাও। তাই এবারের দুর্গোৎসবকে দুর্গাপূজা হিসেবে অভিহিত করা হচ্ছে।
পূজা উদযাপন পরিষদ জানায়, এবার প্রতিমা অন্যান্য বছরের মতো ঢাকেশ্বরী মন্দির এলাকায় জড়ো করা হবে না। প্রত্যেক মণ্ডপ থেকেই প্রতিমা নিয়ে বিসর্জন দেওয়া হবে। আগে প্রতি মণ্ডপ থেকে ট্রাকে করে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়া হতো বিসর্জনের জন্য। এবার একটি ট্রাকে করে বাড়তি লোক না নিয়ে প্রতিমা বিসর্জনের নির্দেশ থাকছে।
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত সোমবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে আগামী ১৫ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।