উৎসবের রাতে বিকল্প ‘সহজপাঠ’, CPIM এর নিশানায় ‘ম’, আলোড়িত রাজ্য

একেবারে হুবহু ‘সহজপাঠ’ প্রচ্ছদ তাতে ছন্দে ছন্দে রাজ্য সরকারকে (TMC) আক্রমণে বাম শিবির। প্রধান বিরোধী দল বিজেপি (BJP)নিজেদের দুর্গাপূজা (Durga Puja) প্যান্ডেল উদ্বোধন করানোর জন্য…

Minakhshi cpim leader

একেবারে হুবহু ‘সহজপাঠ’ প্রচ্ছদ তাতে ছন্দে ছন্দে রাজ্য সরকারকে (TMC) আক্রমণে বাম শিবির। প্রধান বিরোধী দল বিজেপি (BJP)নিজেদের দুর্গাপূজা (Durga Puja) প্যান্ডেল উদ্বোধন করানোর জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে সাড়া পায়নি। চরম হতাশ। সেখানে বিরোধী ভূমিকা বাগিয়ে নিতে মরিয়া (CPIM)সিপিআইএম। বিকল্প ‘সহজপাঠ’ প্রচারে ‘ম’কে আক্রম়ণ।

  • শিশু পড়ুয়াদের বই সহজপাঠ।
  • সহজপাঠ প্রচ্ছদ অনুকরণে রাজনৈতিক প্রচার।
  • রাজনৈতিক মহলে আলোড়ন।
  • উৎসব জুড়ে রাজনৈতিক কর্মসূচিতেই জোর সিপিআইএমের।

বিস্তারিত সংবাদ

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কে ‘ম’? সরাসরি না বলা হলেও সিপিআইএমের প্রকাশিত বিকল্প ‘সহজপাঠ’ অবয়ব ও ভাষা দেখে কারোর বুঝতে অসুবিধা নেই নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ব্যাপক দুর্নীতি।

বাম নেতারা একথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন। ‘সহজপাঠ’ নামে এই ছবি সিরিজ শেয়ার করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুূবনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ দলটির নেতা নেত্রীরা।

‘ম’ নিয়ে তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। উৎসবের রাতেই এই বিকল্প সহজপাঠ প্রকাশ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। আলোচনায় উঠে আসছে আগামী কয়েকটি দিন বারবার রাজনৈতিক আক্রমণে যাবে সিপিআইএম।