Naktala Udayan Sangha: পার্থ-বিহীন নাকতলার পুজোয় উৎসাহ থাকলেও উন্মাদনা নেই

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) প্রাক্তন মন্ত্রা মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতারের পরে অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে নাকতলা উদয়ন…

Naktala Udayan Sangha

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) প্রাক্তন মন্ত্রা মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতারের পরে অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে নাকতলা উদয়ন সংঘের (Naktala Udayan Sangha) পুজোর কী হবে? এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পার্থ চট্টোপাধ্যায়।

২০১১ সালে মন্ত্রী হওয়ার পরে এই পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসাবেই পরিচিত হয়ে আসছে। তবে ক্লাবের সদস্যরা বলছেন, পুজোর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সম্পূর্ণ জৌলুসেই হবে দুর্গাপুজো। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় ‘অভিভাবকহীন’ হয়ে পড়ে নাকতলা উদয়ন সংঘ। এমনটাই মনে করছেন অনেকে ।

এবার কলকাতার দুর্গাপূজাকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার ফলে অন্যান্য বারের তুলনায় এবার কলকাতার দুর্গাপুজো নিয়ে উন্মাদনা বেশি। এই পরিস্থিতিতে নাকতলার পক্ষ থেকে পুজো কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস জানিয়েছেন, পুজো যেমন হবার তেমনি হবে।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনায় নাকতলার পুজোয় কোনো প্রভাব পড়বে না বলে জানান উদ্যোক্তরা। ক্লাবের তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সমস্ত রকম আইনি জটিলতা থেকে মুক্ত হয়ে পার্থ চট্টোপাধ্যায় অবশ্যই আবার ক্লাবে আসবেন।

স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, এবার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নাকতলার পুজোয় অবশ্যই দর্শনার্থীদের আলাদা নজর থাকবে।