HomeUncategorizedQatar Indian Spy: ভারতীয় গুপ্তচরদের ফাঁসি নাকি জেলের সাজা দেবে কাতার? দমবন্ধ...

Qatar Indian Spy: ভারতীয় গুপ্তচরদের ফাঁসি নাকি জেলের সাজা দেবে কাতার? দমবন্ধ পরিস্থিতি দোহায়

- Advertisement -

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: একটু আগে অফিস যেতে গিয়ে দেখলাম যেখানে পারস্য উপসাগরের ঢেউগুলো রাস্তা ভিজিয়ে দেয় সেখানটা শুনশান। রোজই দেখি ভিড় এখানে। আজ নেই। পুরো দোহা শহরটা একরকম চাপা উত্তেজনার মধ্যে আছে। দমবন্ধ পরিস্থিতি দোহা শহরে।

বহু ভারতীয়র দেশ কাতারে এই প্রবাসী কাতারি-ভারতীয়রা নাগরিকরা অপেক্ষা করছেন কী রায় আসবে? ফাঁসি নাকি জেল? গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে কাতারে গ্রেপ্তার হওয়া আট প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারের আজ কাতারে শুনানি হতে চলেছে। এই প্রাক্তন ভারতীয় নৌবাহিনী অফিসারদের মৃত্যুদণ্ড হতে পারে এমনই গুঞ্জন।

Advertisements

নৌবাহিনীর প্রাক্তন কর্মীদেশ গত বছরের সেপ্টেম্বর মাসে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে গ্রেপ্তার করা হয়েছিল। কাতারে গ্রেপ্তার হওয়া প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারদের নাম ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনকর পাকলা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং রাগেশ। এই আট ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীকে কাতারে নির্জন কারাগারে রাখা হয়েছে।

কাতার সরকারের অভিযোগ, এই আট প্রাক্তন ভারতীয় সেনাকর্মীরা অবসরের পর সবাই দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসাল্টিং সার্ভিসের সিনিয়র কর্মচারী ছিলেন। কোম্পানিটি উচ্চ প্রযুক্তির ইতালীয়-নির্মিত সাবমেরিন তৈরির সাথে যুক্ত। এই সাবমেরিনের রাডার সনাক্তকরণ এড়ানোর ক্ষমতা রয়েছে তাই কাতার এই সাবমেরিন কেনার পরিকল্পনা করছিল। সেই সাবমেরিনের তথ্য ইজরায়েলের কাছে পাচারের অভিযোগে বন্দি ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীরা।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ