CPIM: টাটা তাড়াতে মমতার পাশে সব শেয়ালের এক রা হয়েছিল: সেলিম

‘সিঙ্গুর থেকে আমি টাটা (Tata) তাড়াইনি। সিপিএম তাড়িয়েছিল।’ শিলিগুড়ি (Siliguri) থেকে এই মন্তব্য করে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। …

‘সিঙ্গুর থেকে আমি টাটা (Tata) তাড়াইনি। সিপিএম তাড়িয়েছিল।’ শিলিগুড়ি (Siliguri) থেকে এই মন্তব্য করে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  তাঁর মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)।

সেলিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন। রাজ্যবাসী যেন জানে না কে সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠিকে তাড়িয়েছিল। এখন শুনছি বিজেপি বলছে কারখানা গড়তে হবে। তখন মমতার পাশে রাজনাথ সিং, সুষমা স্বরাজ, মাওবাদীরা এসেছিল। সব শেয়ালের এক রা হয়েছিল।

 

২০০৮ সালে ততকালীন বাম জমানায় রাজ্যে ন্যানো গাড়ি তৈরির জন্য সিঙ্গুরে টাটা গোষ্ঠি কারখানা তৈরি করে। তবে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। সেই সিঙ্গুর জমি আন্দোলনে তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন সক্রিয় ভূমিকা।  তীব্র আন্দোলনের জেরে টাটা গোষ্ঠি রাজ্য ত্যাগ করে। সংবাদ মাধ্যমকে রতন টাটা বলেছিলেন,’মমতার জন্য সিঙ্গুর ছাড়লাম’।

২০১৬ সালে  সিঙ্গুর মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার যে ভাবে জমি অধিগ্রহণ করেছিল তাতে পদ্ধতিগত ত্রুটি ছিল। পরে আদালতের নির্দেশে জমি ফেরত দেয় তৃ়ণমূল কংগ্রেস সরকার।

টাটা গোষ্ঠির সিঙ্গুর ত্যাগ প্রসঙ্গ টেনে এনে শিলিগুড়িতে মমতা বলেছেন, টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। ওরা জোর করে জমি নিয়েছিল। আমি সেই জমি ফেরত দিয়েছি।  ১৪ বছর পর এধরনের কথা কেন বললেন মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

এর পরই প্রত্যাশিতভাবে প্রতিক্রিয়া এসেছে সিপিআইএমের তরফে। মহম্মদ সেলিম বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা মিথার উপর ভিত্তি করে রাজনীতি করেন। তিনি টাটাদের চলে যাওয়া নিয়ে ফের মিথ্যে বললেন।