TMC: মমতার বৈঠকে উপস্থিত থাকবেন অনুব্রত? তৃণমূলে তীব্র আলোচনা

পঞ্চায়েত ভোট সামনে রেখে বৃহস্পতিবার নতুন কার্যালয় বৈঠকে বসতে চলেছে (TMC) তৃণমূল কংগ্রেস । বৈঠকে দলীয় সাংসদ এবং বিধায়কদের পাশপাশি উপস্থিত থাকার কথা জেলার নেতৃত্ব…

anubrata mondal

পঞ্চায়েত ভোট সামনে রেখে বৃহস্পতিবার নতুন কার্যালয় বৈঠকে বসতে চলেছে (TMC) তৃণমূল কংগ্রেস । বৈঠকে দলীয় সাংসদ এবং বিধায়কদের পাশপাশি উপস্থিত থাকার কথা জেলার নেতৃত্ব এবং সমস্ত গুরুত্বপূর্ণ শাখার নেতৃত্বদের। কিন্তু সবথেকে বেশি আলোচনা হচ্ছে বীরভূম জেলা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে। গোরু পাচারে সিবিআই জেরা এড়ানো মমতার প্রিয় কেষ্ট কি থাকবে বৈঠকে? শুধু তৃণমূল নয় বিরোধী রাজনৈতিক মহলেও চর্চা।

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুব্রত মণ্ডলের থাকার সম্ভাবনা বেশি। যদি অনুব্রত বৈঠকে উপস্থিত থাকেন, তাহলে ফের তলব করবে সিবিআই? গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে গিয়ে চিনারপার্কের বাড়িতে দিন কাটাবেন তিনি? বৈঠকে অনুব্রত উপস্থিত থাকলে কি প্রভাব পড়বে সাধারণ মানুষের মধ্যে? এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তৃণমূল নেতাদের।

গোরু পাচার মামলায় সিবিআইয়ের হাজিরা এড়িয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। ১৭ দিন ধরে সেখানেই চলছিল অনুব্রত মণ্ডলের চিকিৎসা। এসএসকেএম থেকে ছাড়া পেতেই ফের সিবিআইয়ের জোড়া তলবে নাভিশ্বাস কেষ্টর। আপাতত সিবিআইকে জানিয়েছেন, ২১ মে-এর পর হাজিরা দেবেন। এবিষয়ে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এবং স্পেশাল ক্রাইম বাঞ্চে চিঠি দিয়েছেন তিনি।

সূত্রের খবর, বৈঠক থেকে মমতা জানাতে চলেছেন, কোনভাবেই দুর্নীতিকে বরদাস্ত করা যাবে না। সেইসঙ্গে প্রশাসনিক কাজে দখলদারি মানতে নারাজ মুখ্যমন্ত্রী৷ একাধিক নেতাদের বেফাঁস মন্তব্যের পর লাগাম টানতে চলেছেন তিনি। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চুড়ান্ত বলে মেনে নিতে হবে।

মমতা বার্তা দেবেন, আরও জনসংযোগ বাড়াতে হবে। সরকারের সমস্ত জনমুখী প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরার। নেতা হয়ে পদ দখল করে বসে থাকলে হবে না। সকলের কাছে পৌঁছে যেতে হবে। এরকমও বার্তা দিতে চলেছেন তিনি।

উল্লেখ্য, ২৪ এর লোকসভা নির্বাচনের আগে ২৩ এর পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের কাছে অ্যাসিড টেস্টের সমান। গতবার লোকসভায় আসন সংখ্যা কমে গিয়েছিল ঘাসফুলের৷ বিজেপির দখলে থাকা আসনগুলি দখলের জন্য মরিয়া হচ্ছেন মমতা।