শীত আসছে। চড়া রোদের চিড়বিড়ানি থাকবে না। ঘাম হবে না। শীতল আমেজে কলকাতা (Kolkata) ঘুরে দেখতে দরকার মাত্র একটি টিকিট (Travel Pass)। তারপর আর ঝামেলা নেই। পুরো কলকাতা চুটিয়ে দেখুন।
আকাশবাণী সংবাদ জানাচ্ছে, কলকাতার সমস্ত দর্শনীয় স্থানের জন্য এবার অভিন্ন টিকিট চালু করা হবে। অর্থাৎ একটি টিকিটেই দর্শনার্থীরা জাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকোপার্ক, ওয়াক্স মিউজিয়াম দেখতে পারবেন।
কলকাতার ৪০টি দর্শনীয় স্থানে একটি টিকিট ঘুরে দেখতে পর্যটন দফতর একটি পোর্টাল চালু করছে। রাজ্য পর্যটন উন্নয়ন নিগম জানিয়েছে, নভেম্বর মাসেই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা হবে। এই পোর্টাল থেকে কলকাতা ট্যুরিস্ট পাস সংগ্রহ করতে পারবেন। স্থানীয়দের পাশাপাশি অন্য রাজ্য ও দেশ থেকে আসা পর্যটকরা উপকৃত হবেন বলে পর্যটন দফতর জানাচ্ছে।
একটি ট্রাভেল পাশ কেটে নিলে একেবারে নির্ঝঞ্ঝাট। যেখানেই ঢুকবেন সেখানে এন্ট্রি হবে। পরের জায়গাগুলি বাকি থাকবে।
বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এমন ট্রাভেল পাশ চালু আছে। যারা ঘুরতে যান এমন পাশ কেটে নেন। তাদের সুবিধা হয়। কলকাতায় এমন ট্রাভেল পাশের কত খরচ পড়বে তা এখনই জানায়নি পর্যটন দফতর।