প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত বলে পার্থের পোস্ট

 বিতর্কে জড়ালেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিছুক্ষণ আগে পার্থ চট্টোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে একটি ছবি শেয়ার করে…

 বিতর্কে জড়ালেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিছুক্ষণ আগে পার্থ চট্টোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরলোকগমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।’ যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন কিনা সে বিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। 

যদিও কিছুক্ষণের মধ্যেই শিল্পমন্ত্রী এই ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন। তবে যথেষ্ট ট্রোলের শিকারও হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নেটিজেনরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, এক সময়ের শিক্ষামন্ত্রী কীভাবে এরকম ‘অশিক্ষিত’র মতো পরিচয় দেন।   

উল্লেখ্য, মঙ্গলবারই সংসদে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সনিয়া গান্ধীর পাশের চেয়ারে বসেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিং । এদিকে সেই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের মন্ত্রীর এহেন কাণ্ডকে ঘিরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।