নকল মোদীর ভরসায় প্রচার সারছে বিজেপি

অভিনন্দন পাঠক। বয়স বছর ৬০। বাড়ি উত্তরপ্রদেশের সাহারানপুরে। নরেন্দ্র মোদীর চেহারার সঙ্গে হুবহু মিল আছে অভিনন্দনের। মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত তিনি। কেউ না বলতেই বারাণসীতে…

অভিনন্দন পাঠক। বয়স বছর ৬০। বাড়ি উত্তরপ্রদেশের সাহারানপুরে। নরেন্দ্র মোদীর চেহারার সঙ্গে হুবহু মিল আছে অভিনন্দনের। মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত তিনি। কেউ না বলতেই বারাণসীতে মোদীর সঙ্গে দেখা করে তাঁর প্রচারে অংশ নিয়েছিলেন অভিনন্দন। আবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও তিনি অন্ধ ভক্ত।

কিন্তু এই নকল মোদীকে নিয়ে উত্তরপ্রদেশে বেকায়দায় পড়েছে বিজেপি। অভিনন্দন উত্তরপ্রদেশের সরোজনী নগর বিধানসভা আসনে গেরুয়া দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ওই চিঠির কোনও উত্তর পাননি। মেলেনি টিকিটও। কিন্তু এত সহজে হাল ছাড়তে নারাজ অভিনন্দন। কারণ বিজেপির হয়ে কাজ করবেন বলে তিনি সংসার ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীও সংসার ত্যাগী। তবে তাঁর সঙ্গে অভিনন্দনের অনেক তফাৎ আছে। কারণ অভিনন্দনের ছয় ছেলেমেয়ে রয়েছে।

   

বেশ কিছুদিন আগে বিজেপিতে যোগ দেবেন বলে সংসার ছেড়ে প্রথমে ছত্তিশগড়ে করে চলে গিয়েছিলেন অভিনন্দন। রাজ্যের তৎকালীন বিজেপি মুখ্যমন্ত্রী রমন সিংয়ের সঙ্গে দেখা করে জানিয়েছিলেন, তিনি রাজ্যে বিজেপির প্রচার করবেন। এ জন্য তিনি রমনকে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিতে বলেছিলেন। যদিও রমন পরিষ্কার জানিয়েছিলেন, তাঁর কোনও নকল মোদীর প্রয়োজন নেই। এবার অভিনন্দন উত্তরপ্রদেশে বিজেপির হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও এবারও বিজেপি তাঁকে টিকিট দেয়নি।

ঘটনার জেরে অভিনন্দন জানিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন এবং বিধানসভায় যাবেন। বিজেপি অবশ্য অভিনন্দনকে নিয়ে তেমন দুশ্চিন্তা করছে না। তবে প্রচারে কিন্তু অভিনন্দন ভালই সাড়া পাচ্ছেন। কারণ তাঁকে দেখতে অবিকল নরেন্দ্র মোদির মতোই। তাই তাঁর প্রচার ভিড়ও হচ্ছে যথেষ্ট।