করোনায় দৈনিক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে দেশে

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন জানুয়ারির শেষ থেকেই দেশে করোনার সংক্রমণ কমতে শুরু করবে। সেই পূর্বানুমান মিলে গিয়েছে। গত কয়েকদিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই কমেছে।…

Covid 19: 6 thousand infected in one day in the country, 351 deaths in Corona

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন জানুয়ারির শেষ থেকেই দেশে করোনার সংক্রমণ কমতে শুরু করবে। সেই পূর্বানুমান মিলে গিয়েছে। গত কয়েকদিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই কমেছে। বেড়েছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। কিন্তু উদ্বেগ বাড়িয়েছে দৈনিক মৃত্যু। গত কয়েকদিন ধরে প্রতিদিনই বেড়ে চলেছে মৃতের সংখ্যা

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশের নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৫৯জন। আক্রান্তের সংখ্যাটা সোমবারের তুলনায় অনেক কম। সরকারকে স্বস্তি দিয়ে করোনা পজিটিভিটির হারও অনেকটাই কমেছে। মঙ্গলবার সকালে দেশে করোনা পজিটিভিটির হার কমে হয়েছে ১১.৬৯ শতাংশ। কিন্তু দৈনিক সংক্রমণ ও পজিটিভিটির হার কমলেও উদ্বেগে ফেলেছে মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১৯২ জনের। সোমবারের থেকে এই সংখ্যাটা অনেকটাই বেশি।

   

এদিন করোনা সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। এই নিয়ে পরপর বেশ কয়েকদিন চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমল। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ লক্ষ ৪৩ হাজার ৫৯ জন। সংখ্যাটা সোমবারের তুলনায় ৮৮ হাজার কম। শেষ ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৪ হাজার ৭৬ জন। যা মোট আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে ১৪ লক্ষ ২৮ হাজার ৬৭২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা দেশে ১৬৬ কোটি ৬৮ লক্ষ্য ৪৮ হাজার ২০৪ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।