ব্যাগে মৃত সন্তান ইস্যুতে বিকাশ লিখলেন ‘মুখ্যমন্ত্রীকে ঝেঁটিয়ে বিদায় করুন’

শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সন্তানের দেহ ব্যাগে করে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নিয়ে পিতার করুণ পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আক্রমণ করলেন সিপিআইএম (CPIM) সাংসদ ও আইনজীবী (Bikashranjan Bhattacharya) বিকাশরঞ্জন ভট্টাচার্য।

শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সন্তানের দেহ ব্যাগে করে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নিয়ে পিতার করুণ পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আক্রমণ করলেন সিপিআইএম (CPIM) সাংসদ ও আইনজীবী (Bikashranjan Bhattacharya) বিকাশরঞ্জন ভট্টাচার্য।

তিনি লিখেছেন “সন্তানের মৃতদেহ নিয়ে হেঁটে চলেছে দরিদ্র পিতা আর দৈনন্দিন কোটি টাকা খরচ হয়ে মুখ্যমন্ত্রীর মুখ বিজ্ঞাপনে। কোন লজ্জা আছে কি এ রাজ্যের শাসক দলের? এই অমানবিক ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী কে ঝেটিয়ে বিদায় করুন।”

   

সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের এই ফেসবুক পোষ্ট ঘিরে তীব্র শোরগোল পড়েছে। তিনি সরাসরি মু়খ্যমন্ত্রীকেই ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়েছেন। অভিযোগ, অর্থের অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া না করতে পেরে মৃত সন্তানকে ব্যাগে পুরে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে আনেন অসীম দেবশর্মা। এর জেরে তীব্র বিতর্ক।

মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অ্যাম্বুল্যান্সের কোনও ঘাটতি নেই। ৪০০-৫০০ অ্যাম্বুলেন্স করে দিয়েছি। স্টেট গভর্নমেন্ট থেকে প্রচুর অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। যদি কোনও ঘাটতি থাকে তবে সেটা লোকাল ঘাটতি। হতে পারে হয়তো তিনটে অ্যাম্বুলেন্স তিন জায়গায় গিয়েছিল। সেই মোমেন্টে ছিল না হয়তো। তবে দেখে নিতে বলব। যাতে এটা না হয়।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এমন কথা বলার পর সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য লিখেছেন, মুখ্যমন্ত্রীকে ঝেঁটিয়ে বিদেয় করুন।