Darhata: প্রচারের অন্ধকারে থেকেই সমাজ গড়ার কাজ করে চলেছে এই গ্রাম

প্রচারের বাইরে থাকা হুগলী জেলার এক প্রাচীন জনপদ এখানে রয়েছে হট্টেশ্বরী মাতার মূর্তি ও মন্দির। হট্টেশ্বরী মাতার নাম থেকেই দারহাটা (Darhata) নামের উৎপত্তি। প্রতি বছরের…

unique story of Village darhata

প্রচারের বাইরে থাকা হুগলী জেলার এক প্রাচীন জনপদ এখানে রয়েছে হট্টেশ্বরী মাতার মূর্তি ও মন্দির। হট্টেশ্বরী মাতার নাম থেকেই দারহাটা (Darhata) নামের উৎপত্তি। প্রতি বছরের মতো এবারও পৌষের শুরুতে হট্টেশ্বরী মায়ের বিশেষ পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসেছে।

তবে প্রকৃত তীর্থদর্শন হল মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে ‘রাজেশ্বরী ইনস্টিটিউশন’ এ গিয়ে। রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ব্র: জ্যোতির্ময় চৈতন্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তৎকালীন হুগলির এক প্রত্যন্ত গ্রামে শিক্ষার যে অনির্বাণ শিখা জ্বালিয়েছিলেন সে কথা প্রচারের বাইরেই থেকে গেছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র ছাত্রীরা ছড়িয়ে রয়েছেন আজ সারা পৃথিবীতে ।

আরেক তীর্থদর্শন হল দারহাটার পাশের গ্রাম পাঁচগাছিয়াতে গিয়ে। স্থানীয় বন্দোপাধ্যায়দের দান করা বসতবাড়িতে এখন চলছে শ্রমজীবী হাসপাতালের বহির্বিভাগ । আর ওঁদেরই দান করা বসতবাড়ি সংলগ্ন জমিতে সাধারণ মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠছে শ্রমজীবী হাসপাতালের ‘ইন পেশেন্ট ডিপার্টমেন্ট’। কিছু দিনের মধ্যেই এই হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা শুরু হয়ে যাবে।