The Rock Diamond: কে কিনবে দ্য রক ? নাসপাতির মতো হীরে কিনতে শুরু হচ্ছে যুদ্ধ

ইউক্রেন যুদ্ধ আবহে বিশ্বজুড়ে অর্থনীতিতে ধাক্কা আসছে। জ্বালানি সংকট বাড়ছে। তাতে কীই বা গেল এলো। আরও এক যুদ্ধ হতে চলেছে। আগামী ১১ মে হবে দ্য…

ইউক্রেন যুদ্ধ আবহে বিশ্বজুড়ে অর্থনীতিতে ধাক্কা আসছে। জ্বালানি সংকট বাড়ছে। তাতে কীই বা গেল এলো। আরও এক যুদ্ধ হতে চলেছে। আগামী ১১ মে হবে দ্য রক দখল ( The Rock Diamond) করার যুদ্ধ। কোটি কোটি টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন ক্রেতারা। তাদের মধ্যে পারস্পরিক যুদ্ধের উত্তেজনা চড়ছে।

নিলামে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের বুড়ো আঙুলের মাপের হীরেটি পরিচিত ‘দ্য রক’ নামে। ২২৮ ক্যারেট ওজনের হীরেটি বছর বিশেক আগে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। ধারণা করা হচ্ছে, নিলামে এই হীরের দাম ২২৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

চলতি বছরের ১১ মে সুইজারল্যান্ডের জেনেভা একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই হীরে নিলামে তুলবে সুবিখ্যাত নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ অকশন।

নিলামে ওঠার আগে প্রদর্শিত হচ্ছে ‘দ্য রক’ হীরে। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই, তাইওয়ানের রাজধানী তাইতে ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ঘুরে ৬ মে থেকে ১১ মে পর্যন্ত এটি জেনেভায় প্রদর্শিত হবে। সেখানেই নিলামে উঠবে এই হীরে।

কে কিনবে অমূল্য রতন? কৌতুহল তুঙ্গে। হীরে বিশেষজ্ঞরা মুখিয়ে আছেন। হীরে শৌখিনদের পাগলের মতো অবস্থা। দ্য রক-নাসপাতির মতো হীরে এবার কারোর না কারোর পকেটে ঢুকতে চলেছে।