Brunei: সোনার গাড়িতে হাওয়া খেতে যান ব্রুনেইয়ের সুলতান

নীরবে বিলাসে জীবনযাপন করে যাচ্ছেন ব্রুনেইয়ের (Brunei) শাসক সুলতান হাসানাল বুলখিয়া। এই সুলতানের রাজকীয় প্রাসাদ ব্রুনেই নদীর তীরে। ব্যক্তিগত বসবাসের জন্য সবচেয়ে বড় প্রাসাদ এটি।…

নীরবে বিলাসে জীবনযাপন করে যাচ্ছেন ব্রুনেইয়ের (Brunei) শাসক সুলতান হাসানাল বুলখিয়া। এই সুলতানের রাজকীয় প্রাসাদ ব্রুনেই নদীর তীরে। ব্যক্তিগত বসবাসের জন্য সবচেয়ে বড় প্রাসাদ এটি। এই রাজপ্রাসাদের বাজার মূল্য ১. ৮ বিলিয়ন ডলার। এই প্রাসাদে রয়েছে পাঁচটি সুইমিং পুল, কয়েকটি মসজিদ, অন্তত সতেরোটি ঘর। এমনকি রাজপ্রাসাদটি বহু হীরের খন্ড দ্বারা সজ্জিত। ‌প্রাসাদের চূড়া ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি। রাজকীয় আতিথেয়তা ও রাজ্যের উৎসবের কেন্দ্রবিন্দু এই প্রাসাদ। মেঝের আয়তনের ভিত্তিতে এই প্রাসাদকে বিশ্বের বৃহৎ বসবাসযোগ্য প্রাসাদ হিসেবে গণ্য করা হয়। রাজকীয় এই প্রাসাদেই সুলতান থাকেন। পাশাপাশি ব্রুনেইয়ের সমস্ত প্রশাসনিক কাজও হয় এখানে।

এই প্রাসাদের নকশা বানিয়েছিলেন লিয়ানড্রো ভি লক্সিক। ইসলাম এবং মালয়েশিয়ো দুরকম ঐতিহ্যের ছাপ রয়েছে এই প্রাসাদে। পোলো খেলার নেশা সুলতানের, তাই ২২২ টি পোলো খোলার জন্য একাধিক শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবল রয়েছে প্রাসাদে। শুধু তাই নয় সুলতান হাসানাল বুলখিয়ার বিলাসবহুল গাড়ির প্রতি অতি প্রবল আসক্তি রয়েছে। তার সংগ্রহে যেসব বিলাসবহুল গাড়ি রয়েছে তার সর্বমোট মূল্য ৯ বিলিয়ন ডলার। গাড়িগুলোর মধ্যে রয়েছে রোলস রয়েস, ফেরারি, ইস নট মার্টিন, ল্যাম্বারগিনি, জাগুয়ার, বিএমডব্লিউ, মার্সেডিস বেঞ্জ এবং অডি। সোনা দিয়ে বিশেষ ভাবে বানিয়েছেন এক গাড়ি। গাড়িটি মুড়ে রয়েছে ২৪ ক্যারেট সোনা। এর দাম ১১৬ কোটি টাকারও বেশি। গাড়ির সামনে পিছনে, ছাদে কিংবা চাকায় বিশেষ নকশা করা হয়েছে সোনা দিয়ে। এমনকি গাড়ির কিছু যন্ত্রাংশ সোনা দিয়ে বানানো। ২০০৪ সালে তার ছেলের বিয়েতে যাওয়ার সময় ১০ কিলোমিটার এই গাড়িতে যান। তার ছেলের বিয়ে ছিল বিশ্বের সর্বাধিক ব্যয়বহুল বিয়ের একটি‌। এমন বহুমূল্যের গাড়ি তার কাছে রয়েছে আরও অন্তত সাতটি।

   

এমনকি সোনার পাত লাগানো ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতানের। সেই বিমানের ঠাঁই এই প্রাসাদেই। প্রাইভেট প্লেনের বহর রয়েছে সুলতানের। বহরে রয়েছে ১৩৮ মিলিয়ন ডলার এয়ারবাস, ২৫১ মিলিয়ন ডলারের বয়ইং ৭৬৭ প্লেন। সুলতান প্রাইভেট প্লেনে চড়ে তার প্রিয় স্টাইলের চুল কাটতে সেলুনে যান। শুধু তাই নয় ম্যাচিং করে জুতো পরে হেলিকপ্টারে চেপে তিনি কেনাকাটায় বেরিয়ে পরেন। তার সম্পত্তির মূল উৎস ব্রুনেইয়ের তেল ও প্রাকৃতিক গ্যাস।

এছাড়া উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া ক্ষমতা তার আধিপত্য রয়েছে ব্রুনেইয়ের এই সুলতানের। তিনি দেশটির সর্বোচ্চ নেতা। একাধারে তিনি দেশটির প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী। তাছাড়াও সুলতান হাসানাল বুলখিয়া ব্রুনেইয়ের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রী ও কমান্ডার অফ দ্য আর্মি ফোর্স। এমনকি ব্রুনাইয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও তিনি। বিপুল সম্পদের অধিকারী এই সুলতান বিশ্বের সবচেয়ে সম্পদশালী শাসকদের একজন।

২০০৮ সালে ফোর্বস ম্যাগাজিন অনুসারে তার সম্পত্তির পরিমাণ দুই হাজার কোটি ডলার। ৫০ বছরের বেশি সময় ধরে ব্রুনাইয়ের রাষ্ট্রক্ষমতায় আছেন তিনি। রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা শাসক।