BJP: গোষ্ঠিদ্বন্দ্বে দলেই বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বাঁকুড়ায় বিক্ষোভ

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হল বিজেপিরই একাংশ।বাঁকুড়ার শালতোড়ার ঘটনায় অস্বস্তিতে গেরুয়া…

BJP Calls for 12-Hour Bandh in North Bengal

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হল বিজেপিরই একাংশ।বাঁকুড়ার শালতোড়ার ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির। তৃণমূলের কটাক্ষ এই ছবিই প্রমাণ করছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রকট। দিন কয়েক আগে বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েছিলেন বিজেপিরই নেতা কর্মীদের একাংশ। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাঁকুড়া জেলাজুড়ে প্রকট হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্যে আসছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের উপর বিজেপির নীচুতলার কর্মীদের ক্ষোভ।

প্রসঙ্গত, শনিবার দুপুর নাগাদ শালতোড়া লেদ মোড়ে রীতিমত রাস্তার পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। স্লোগান ওঠে ‘সুভাষ সরকার ও সুনীল রুদ্র মণ্ডল মুর্দাবাদ।’ বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শালতোড়া ব্লকে লড়াই করেছেন বিজেপি কর্মীরা। সেজন্য বারংবার শাসক দলের হাতে তাদের আক্রান্ত হতে হয়েছে। এই পরিস্থিতিতে এলাকার বিজেপি বিধায়ক চন্দনা বাউরিকে তারা পাশে পেলেও সঙ্গে পাননি এলাকার সাংসদ সুভাষ সরকারকে।

অভিযোগ, মণ্ডল সভাপতি সহ সাংগঠনিক বিভিন্ন পদে রদবদলের ক্ষেত্রে সুভাষ সরকার ও সুনীলবাবু দলের স্থানীয় কর্মীদের মতামতকে গুরুত্ব দেননি। কাছের লোকদের দলীয় পদ পাইয়ে দিয়েছেন। জেলা জুড়ে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছে বিজেপির বিক্ষোভকারী কর্মীরা। 

এ প্রসঙ্গে তৃণমূল বলছে, পঞ্চায়েত নির্বাচনের ফলাফলই প্রমাণ করছে এলাকায় বিজেপির কোনও অস্তিত্ব নেই। হাতে গোনা যে কজন রয়েছে সাংসদকে কাছে না পেয়ে তারাও বিক্ষুব্ধ। এভাবেই বিজেপি শেষ হবে বলে কটাক্ষ করেছে তৃণমূল।