শুঁকেই বুঝত ল্যান্ডমাইন কোথায়, ওস্তাদ মাগাওয়া নেই

পাঁচ বছরের কর্মজীবনে বিরাট সাফল্য। সোনার পদকেও সম্মানিত করা হয়েছে। মনে হতে পারে কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে। তবে তা নয়। এখানে কথা হচ্ছে একটি…

পাঁচ বছরের কর্মজীবনে বিরাট সাফল্য। সোনার পদকেও সম্মানিত করা হয়েছে। মনে হতে পারে কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে। তবে তা নয়। এখানে কথা হচ্ছে একটি ইঁদুরের।

মাগাওয়া নামের এই ইঁদুরটি তার ৫ বছরের কর্মজীবনে কম্বোডিয়ায় ১০০ টিরও বেশি ল্যান্ডমাইন এবং অন্যান্য বিস্ফোরক শনাক্ত করেছে। মাগাওয়া বেলজিয়ান সংস্থা অ্যাপোপো দ্বারা প্রশিক্ষিত সবচেয়ে সফল ইঁদুর যে মাইনস শনাক্ত করত যাতে তা সফল ভাবে নিষ্ক্রিয় করা যায়।

আট বছর বয়সে মারা যায় ইঁদুরটি। অ্যাপোপো সংস্থা জানায়, ‘শান্তিপূর্ণ ভাবেই মারা গেছে মাগাওয়া।’

তানজানিয়ায় জন্মগ্রহণ করা এই ইঁদুরটি কর্মসূত্রে কম্বোডিয়ায় পৌঁছয়। সেখানে বোমা স্নিফিং হিসেবে কাজ শুরু করার আগে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হয় তাকে। মাগাওয়া ১৪১,০০০ বর্গমিটার এলাকায় ল্যান্ডমাইন শনাক্ত করেছে যা প্রায় দুটি ফুটবল মাঠের সমান।

২০২০ সালে মাগাওয়াকে স্বর্ণপদকে ভূষিত করা হয়। শেষ বয়সে এসে গত জুন মাসে অবসর নেয় ইঁদুরটি।