SC East Bengal : জামশেদপুর এফসির বিরুদ্ধে হেরে গেল এসসি ইস্টবেঙ্গল

চলতি আইএসএলে মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল  (SC East Bengal) মুখোমুখি হয় জামশেদপুর এফসির। লিগ টেবিলে চার নম্বরে থাকা জামশেদপুরের বিরুদ্ধে রেনেডি সিং’র ছেলেরা প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল…

SC East Bengal

চলতি আইএসএলে মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল  (SC East Bengal) মুখোমুখি হয় জামশেদপুর এফসির। লিগ টেবিলে চার নম্বরে থাকা জামশেদপুরের বিরুদ্ধে রেনেডি সিং’র ছেলেরা প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের সুযোগ তৈরি করে। কিন্তু গোলের সুযোগ তৈরি করা আর গোল করা এক নয়।

হীরা মণ্ডল ম্যাচের ৯,২০ মিনিটে গোলের সুযোগকে কাজে লাগাতে পারেনি। ১২ মিনিটে নওরেম সিং’র হেডেড পাস থেকে মহম্মদ রফিক গোল করতে ব্যর্থ হয়।৩০ মিনিটে হাওকিপের ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

   

অন্যদিকে জামশেদপুর এফসিও লাল হলুদ বিগ্রেডের বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি।

১০ মিনিটের মাথায় এলি সাবিয়া গোলের সুযোগ হাতছাড়া করে বক্সের মাঝখান থেকে নেওয়া ডান পায়ের শট,যা গ্রেগ স্টুয়ার্ট পাস বাড়িয়েছিল।২৬ মিনিটে সেমিনলেন ডুঞ্জেলের হেডার মিস হয়। ৩৪ মিনিটে রিকি লাল্লাউমাওমা গোলের সুযোগ হাতছাড়া ,৩৬ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের বা পায়ের শট ব্লক করে লাল হলুদ রুক্ষণ। ৪৭ মিনিটে বরিস সিং’র শট দিকভ্রষ্ট হয়ে অনেক উচু দিয়ে বেরিয়ে যায়।প্রথমার্ধে স্কোরলাইন গোলশূন্যতে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে দু’দল গোলের জন্য তেড়েফুঁড়ে উঠলেও কাজের কাজ করতে বারে বারে ব্যর্থ হয়।৫৬ মিনিটে হাওকিপের ডান পায়ের শট আটকে দেয় জামশেদপুর এফসির ডিফেন্স।৬৫ মিনিটে জর্ডান মারের শট আটকে দেয় লাল হলুদের ডিফেন্স লাইন। জর্ডান মারে ৭৪ মিনিটেও গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি।৮১ মিনিটে ঈশান পন্ডিত গোলের হাফ চান্সকে ফুল চান্সে কাজে লাগাতে পারেনি

দ্বিতীয়ার্ধে এসসি ইস্টবেঙ্গলকে ম্যাচে শুধু জামশেদপুরের ফুটবলারদের বল পায়ে আক্রমণ ঠেকাতে সময় কেটে যায় ৮১ মিনিট পর্যন্ত। ৮২ মিনিটে মহম্মদ রফিক ফ্রিকিক পেলেও কোনও কাজে আসেনি।৮৫ মিনিটে জর্ডন মারে জামশেদপুর এফসি বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শট গোলের মাঝখানে সেভ হয়ে যায়।

গ্রেগ স্টুয়ার্টের কর্ণার থেকে নেওয়া ক্রস ৮৮ মিনিটে ইশান পন্ডিতের বক্সের ছয় গজ দূর থেকে নেওয়া হেডার উচু কঠিন কোণ দিয়ে লাল হলুদের জালে জড়িয়ে যেতেই ১-০ গোলের লিড নেয় জামশেদপুর এফসি।

৯২ মিনিটে জ্যাকিচাদ সিং’র বা পায়ের শট বক্সের বা দিক দিয়ে বাইরে চলে যায়। এসসি ইস্টবেঙ্গল সুযোগ নষ্টের খেসারত দিয়ে ম্যাচ হেরে যায়। লাল হলুদ ডিফেন্স লাইন দ্বিতীয়ার্ধে জামশেদপুর ফুটবলারদের আক্রমণের মুখে পড়ে হিমশিম খেয়ে যায়। এরই পরিণতিতে ১-০ গোলে জামশেদপুর এফসি ম্যাচ জিতে যায়, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তিন পয়েন্ট পুরো পেয়ে যায় ম্যান অফ স্টিলরা।