দায়িত্বে অবহেলার অভিযোগ, আরব দুনিয়ায় প্রতি ঘন্টায় বিবাহবিচ্ছেদ সংখ্যায় চমক

সব দেশেই এখন বিবাহ বিচ্ছেদের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। যার থেকে বাদ পড়ছে না মুসলিমপ্রধান দেশগুলোও। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে মুসলিম বিশ্বে সবচেয়ে…

সব দেশেই এখন বিবাহ বিচ্ছেদের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। যার থেকে বাদ পড়ছে না মুসলিমপ্রধান দেশগুলোও। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে সৌদি আরবে।দেশটিতে গত বছর থেকেই প্রতি ঘন্টায় ৭টি করে বিবাহ বিচ্ছেদ ঘটছে। সংখ্যাটি আগের অন্যান্য বছরের থেকে অনেক বেশি।

২০১৮ সালে আল হায়াত পত্রিকা সৌদি আরবের আইন মন্ত্রক জানিয়েছে, দেশটিতে প্রতি মাসে বিয়ে হয় ১০ হাজার। আর বিচ্ছেদের ঘটনা ঘটে পাঁচ হাজার।

বাহরিন ২০১৫ সালে বিবাহ রেজিস্ট্রেশন করা হয়েছে পাঁচ হাজার। আর বিচ্ছেদের ঘটনা ঘটেছে দুই হাজারেরও বেশি। বাহরিনের বিচার ও ইসলামি বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ২০১৯ সালে বাহরিনে বিয়ে হয়েছে সাড়ে পাঁচ হাজার। আর বিচ্ছেদের ঘটনা ঘটেছে এক হাজারেরও বেশি। এ দেশে বিয়ের চেয়ে বিচ্ছেদের হার ৪০ ভাগ বেশি।

ওমানের জাতীয় পরিসংখ্যান কেন্দ্র জানিয়েছে, তাদের দেশে ২০১৯ সালে ১৮ হাজার ২৪৩টি বিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। আর বিচ্ছেদের রেকর্ড আছে ৩৭২৮টি। এর অর্থ হলো, ওমানে গত পাঁচ বছরের মধ্যে বিয়ের সংখ্যা এখন সর্বনিম্ন অবস্থায় রয়েছে, বিবাহবিচ্ছেদের ক্রমবর্ধমান সংখ্যা থেকে বোঝা যাচ্ছে, প্রতিদিন গড়ে দশটিরও বেশি পরিবার ভেঙে যাচ্ছে।

কিছুটা ভালো অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এ দেশে বিচ্ছেদের ঘটনা স্বাভাবিক রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির সরকারি সূত্র বলছে, ২০২০ সালের প্রথম ছয় মাসে তাদের দেশে বিবাহবিচ্ছেদের হার ৫১.৮ ভাগ কমেছে।

কুয়েতের আইন মন্ত্রী একটি সমীক্ষা প্রকাশ করে জানিয়েছেন, ২০২০ সালে তাদের দেশে বিচ্ছেদের ঘটনা ঘটে ৮.৯ হাজার। অথচ, ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৫ হাজার।

কাতারের পরিকল্পনা ও পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, তাদের দেশে বিয়ে এবং বিচ্ছেদ দুটিরই সংখ্যা আগের তুলনায় কমেছে। দেশটির সরকারী পরিসংখ্যান অনুসারে, কাতারি নাগরিক ও প্রবাসীদের মধ্যে বিবাহের সংখ্যা ৩৮ ভাগ কমেছে।আর স্থানীয় নাগরিক ও প্রবাসীদের মধ্যে বিবাহবিচ্ছেদের সংখ্যা বছরে ৭৫ ভাগ কমেছে।দুবাই পরিসংখ্যান কেন্দ্রের মতে, গত চার বছরে দুবাইতে বিবাহ বিচ্ছেদের হার ৩৫ ভাগ কমেছে।

সৌদি আরবে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিবাহ বিচ্ছেদের হার বেড়েছিল ১২.৭ শতাংশ। পরবর্তী বছর ২০২১ সাল থেকে এই হার আরো বেড়েছে। ২০২০ থেকে এই বছর পর্যন্ত বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন জমা পড়েছে ৫৭ হাজারেরও বেশি এবং গত দুই বছরে প্রতি মাসে জমা করা আবেদনের সংখ্যা ছিল আগের মাসের থেকে বেশি। দেশটিতে প্রতি ১০ টি বিয়ের তিনটি ভেঙে গেছে গত প্রায় দুই বছরে। এক সৌদি কর্মকর্তা বলেন দশ বছর আগে ২০১১ সাল থেকে দেশটিতে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। ২০১০ সালের গোটা বছরে যেখানে সৌদি আরবে বিবাহ বিচ্ছেদ হয়েছিল ৯২৩৩টি। সেখানে তারপরের বছরেই সংখ্যা বেড়ে পৌঁছায় প্রায় ৩৪ হাজারে। অর্থাৎ শতকরা হিসাবে ২০২০ থেকে ২০২১ সালে মাত্র ১ বছরে সৌদিতে বিবাহ বিচ্ছেদ বেড়েছিল ৬০ শতাংশ৷ বিশেষজ্ঞদের মতে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে।সত্যিকারের সম্পর্ক এবং দায়িত্বের প্রতি অবহেলাকেই প্রধান বিষয় হিসাবে দেখানো হয়েছে।