Ration Scam: আমাকে ফোন দাও গো..বলে জেলেই আবদার মন্ত্রী জ্যোতিপ্রিয়র

জেলের মধ্যে মন্ত্রী আর সাজাপ্রাপ্ত চোর, ডাকাত,খুনি আসামীর যে কোনও পার্থক্য নেই সেটি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কেউ বোঝাতেই পারছে না। রেশন দুর্নীতির তদন্তে তাঁকে গ্রেফতার…

জেলের মধ্যে মন্ত্রী আর সাজাপ্রাপ্ত চোর, ডাকাত,খুনি আসামীর যে কোনও পার্থক্য নেই সেটি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কেউ বোঝাতেই পারছে না। রেশন দুর্নীতির তদন্তে তাঁকে গ্রেফতার করে ইডি। পরে আদালতের নির্দেশে জেল হেফাজতে আছেন জ্যোতিপ্রিয়। প্রেসিডেন্সি জেলেই আছেন। একই জেলে আছেন শিক্ষা বিভাগের নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে জেল কর্তৃপক্ষ বলছেন, পার্থ চট্টোপাধ্যা়য় নিজের মতো থাকলেও জ্যোতিপ্রিয় মল্লিকের আবদারে নাজেহাল হতে হচ্ছে।

এবার মোবাইল ফোনের জন্য কাতর আর্জি জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের। ফোন চেয়ে জেল কর্তৃপক্ষকে বারংবার অনুরোধ জানাচ্ছেন তিনি। জ্যোতিপ্রিয়র আবদার তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার। জেলে তিনি বলছেন আমি মন্ত্রী কীভাবে মোবাইল ছাড়া চলব। তবে নিয়মের বাইরে কিছুই নয় স্পষ্ট জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

জেলে গিয়েও আবদার যেন কমার নামই নেই। শোয়ার জন্য খাট, বালিশ, চাদর চেয়ে আবদার করছেন তিনি।এরপর তিনি মোবাইল চেয়ে গোঁসা করছেন। তাঁকে বোঝানো হলেও মানতে চাউছেন না বলে জানা যাচ্ছে। তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার হেভিওয়েট নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠদের একজন। রেশন দুর্নীতি মামলায় দীর্ঘ ২১ ঘণ্টা জিজ্ঞেসাবাদ ও তল্লাশির পর ২৭ অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। সম্প্রতি তাঁর দফতরের দায়িত্ব বীরবাহা হাঁসদাকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কোটি কোটি টাকার দুর্নীতি অ়ভিযোগে জেলে আছেন জ্যোতিপ্রিয়। জেলেও তার চাহিদা কমছে না। জেলে বসেও ফোনের দাবি জ্যোতিপ্রিয়র। তব কারাবন্দির প্রতি বিলাসিতা দেওয়া প্রশাসনের কাজ নয়। তাই পুলিশকর্তারা মুখের ওপর না বলে দিয়েছেন বলে জানা গেছে।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আগে বারবার বলতে শোনা গিয়েছে, ‘‌আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।’‌ আবার আদালত যখন তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল, তখন মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‌সাতদিন পর আবার ফিরে আসছি। ১৩ তারিখ সব পরিষ্কার হয়ে যাবে। আমি একদম ক্লিয়ার কাট।’‌ এরপরেই তার জেল হেফাজত হয়।