Sunday, December 7, 2025
HomeOffbeat Newsএকঘেয়েমি দূর করতে ৩.৪ কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

একঘেয়েমি দূর করতে ৩.৪ কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

- Advertisement -

বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)-এর মোটা অঙ্কের চাকরি ছেড়ে দিলেন এক ইঞ্জিনিয়ার। তাঁর বার্ষিক আয় ৩.৪ কোটি টাকা ছিল। মাস গেলে পেতেন ২৯ লক্ষ টাকা। প্রশ্ন উঠছে এত টাকার মাসিক বেতন পেয়েও কেন চাকরি ছাড়লেন ওই ইঞ্জিনিয়ার?

 

   

জানা গিয়েছে, কেবল বিরক্তি ও একঘেয়েমি থেকে এমন চাকরি ছেড়ে দিয়েছেন মাইকেল নামের ওই ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, ২০১৭ সালে মাইকেল লিন আমাজনের চাকরি ছেড়ে নেটফ্লিক্সে একজন সিনিয়র সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্সের ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন মাইকেল লিন নামের ওই ব্যক্তি।

লিঙ্কডইনে লিখেছেন তিনি, ‘সেই সময়ে, আমি ভেবেছিলাম আমি বাকি জীবনটা নেটফ্লিক্সেই কাজ করব। বছরে সাড়ে ৪ লক্ষ ডলার (প্রায় ৩.৫ কোটি টাকা) উপার্জন করতাম। প্রতিদিন অফিসে বিনামূল্যে খাবার পেতাম। সেই সঙ্গে যখন ইচ্ছা, যত খুশি ছুটি।’

এদিকে লিনের এহেন আকস্মিক পদক্ষেপে স্বাভাবিকভাবেই সবাই চমকে উঠেছিলেন। লিন বলেন, ‘নেটফ্লিক্সে কাজ করা হল এমবিএ প্রোগ্রামে কেস স্টাডির পড়াশোনা করার মতোই। তবে অনেক কিছু শিখেছি।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular