গোরুপাচার কাণ্ডে অমিত শাহর বিরুদ্ধে হাইকোর্টে মামলা

রাজ্যের সীমান্তবর্তী এলাকায় রমরমিয়ে চলছে গোরুপাচার। সীমান্ত সুরক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রক দায়িত্বে। ফলে গোরুপাচার কান্ডে দায় এড়াতে পারেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সীমান্ত এলাকায়…

রাজ্যের সীমান্তবর্তী এলাকায় রমরমিয়ে চলছে গোরুপাচার। সীমান্ত সুরক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রক দায়িত্বে। ফলে গোরুপাচার কান্ডে দায় এড়াতে পারেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সীমান্ত এলাকায় নজরদারি থাকে কেন্দ্রীয় বাহিনীর। তারপরেও কেন গোরুপাচারের ঘটনা।

এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টে রয়েছে এই মামলার শুনানি। মামলা ঘিরে চাঞ্চল্য।

   

মামলাকারীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনেই রয়েছে বিএসএফ। কী ভাবে তাদের নজর এড়িয়ে যাচ্ছে। গোরুপাচারে বিএসএফের ভূমিকা খতিয়ে কেন দেখতে না অমিত শাহ, উঠেছে এই প্রশ্ন। কোনও পদক্ষেপ তিনি কি নিয়েছেন? এমন প্রশ্ন তোলা হয়েছে। এ বিষয়ে আদালতের তরফে শাহকে নির্দেশ

দেওয়ার আবেদন জানানো হয়েছে।
গোরুপাচার মামলায় তদন্তের নেমে প্রাক্তন বিএসএফ কর্তা সতীশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই মিলেছেন এনামূল হকের সন্ধান। সেই ঘটনায় জড়িয়েছে অনুব্রত মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতাদের নাম। অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হয়েছে।