HomeOffbeat NewsCyborg Cockroach: ঘিনঘিনে আরশোলায় বিরক্তি? ভূমিকম্পে এরাই আপনার রক্ষাকারী

Cyborg Cockroach: ঘিনঘিনে আরশোলায় বিরক্তি? ভূমিকম্পে এরাই আপনার রক্ষাকারী

আরশোলা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবিষ্কার করেছিলেন হাঁফানি থেকে আরামদায়ক ব্লাট্টা অরিয়েন্টালিস (Blatta orientalis) নামে বিখ্যাত হোমিওপ্যাথিক ওষুধ।

Published on

- Advertisement -

যুগান্তকারী কাজ করে ফেললেন (Japan) জাপানের বিজ্ঞানীরা। তাঁরা এমন ধরনের একটি যন্ত্র তৈরি করেছেন যাতে করে অদূর ভবিষ্যতে কেউ যদি ভূমিকম্পের (Earth Quake)জেরে কোথাও আটকে পড়েন তাহলে তাকে এই যন্ত্রের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব হবে। এই বিশেষ যন্ত্রটির নাম ‘Cyborg Cockroach’।

জানা যাচ্ছে, জ্যান্ত একটি আরশোলার সঙ্গে মেশিনের সংমিশ্রণে বিশেষ আরশোলা তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ ভাবে রিমোট দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। এই যন্ত্র দেবে ভূমিকম্পে আটকে পড়া কারোর খবর।

Advertisements

জাপানের রাইকেন সেন্টার ফর ইমারজেন্ট ম্যাটার সায়েন্সের কেনজিরো ফুকুদা এবং তার দল বানিয়েছেন এই অদ্ভুত যন্ত্র।। বিজ্ঞানীদের দাবি, একটি আল্ট্রাথিন ফিল্ম ইলেকট্রনিক্স এবং একটি আঠালো ইন্টারলিভিং কাঠামোর সংমিশ্রণ ব্যবহার করে একটি সেল মডিউল তৈরি করা হয়। সেই সেলটি বসিয়ে দেওয়া হয় একটি জ্যান্ত আরশোলার উপরে। এর পরেই চমকপ্রদ তথ্য এসেছে।

রিমোট কন্ট্রোল দ্বারা তাদের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদর্শন করেছেন বিজ্ঞানীরা।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ