DA পেতে কর্মীরা নামছেন কোমর বেঁধে, টাকা নেই বলে মমতা সরকার গেল সুপ্রিম কোর্টে

ডিএ (DA) মামলা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃতীয়বার আর্জি খারিজ করল আদালত। রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য…

mamata phone

ডিএ (DA) মামলা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃতীয়বার আর্জি খারিজ করল আদালত। রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। আর বকেয়া ডিএ পেতে রাজ্য সরকারের বিরুগ্ধে কোমর কষে নামছে কর্মচারি সংগঠনগুলি। ক্যাভিয়েট দাখিল করতে চায় তারা।

তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটাতে হবে। গত ২০ মে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রায় বহাল রেখেছে কলকাতা হাই কোর্ট । শুধু তাই নয়, ৩ মাসের মধ্যে রায় কার্যকর করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ ৩ মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে।

আদালতে রাজ্য জানায়, তহবিলে টাকা নেই বলে উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করেন। আদালত জানিয়েছে, তহবিল নেই, টাকা নেই যুক্তিতে ডিএ আটকানো যাবে না।

রাজ্য সরকার কেন্দ্রের দেওয়া ডিএর সঙ্গে সাধুর্য্য রেখে মহার্ঘ ভাতা দিচ্ছে না এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছে কর্মচারি সংগঠনগুলি।