CBI 9/11: আজ কি নিয়োগ দুর্নীতির তদন্তে টুইন টাওয়ারের মতো কিছু ভাঙবে?

২০১৪ সালের প্রাথমিক নিয়োগের টেট পরীক্ষার ওএমআর শিট সংক্রান্ত মামলার শুনানিতেই সিবিআই আইনজীবী বলেছিলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল দুর্নীতির খতিয়ান নিয়ে আমরা ১১ সেপ্টেম্বর (CBI…

Kolkata High Court Judge Abhijit Gangopadhyay during a CBI investigation

২০১৪ সালের প্রাথমিক নিয়োগের টেট পরীক্ষার ওএমআর শিট সংক্রান্ত মামলার শুনানিতেই সিবিআই আইনজীবী বলেছিলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল দুর্নীতির খতিয়ান নিয়ে আমরা ১১ সেপ্টেম্বর (CBI 9/11) এই এজলাসে হাজির হব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তাহলে তো সেটা ভেঙে ফেলা দরকার।

সোমবার সেই দিন অর্থাৎ এগারোই সেপ্টেম্বর। মামলার শুনানিতে দিনটিকে রূপক অর্থে ব্যবহার করেছিলেন সিবিআই আইনজীবী। কারণ, এই দিনেই ২০০১ সালে আমেরিকায় আল কায়েদা জঙ্গি হামলায় ভেঙে গেছিল টুইন টাওয়ার।

আজ কি নিয়োগ দুর্নীতির তদন্তে টুইন টাওয়ারের মতো কিছু ভাঙবে? কী নথি পেশ করবে সিবিআই? রাজ্য জুড়ে তীব্র কৌতুহল। সিবিআই নিয়ে সরকারের অন্দরে উদ্বেগ প্রবল। কারণ, দুর্নীতির তদন্তে ফের আঞ্চলিক দল তৃ়নমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে ডেকেছে ইডি। তাকে গ্রেফতারের আশঙ্কা করেছেন মু়খ্যমন্ত্রী মমতা।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আগামী ১১ সেপ্টেম্বর মুখবন্ধ খামে দুপুর ৩টের সময় এটি পেশ করতে হবে৷ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আজ ১১ সেপ্টেম্বর বিস্ফোরক প্রমাণ পেশ করতে চলেছে সিবিআই। উল্লেখ্য, রাজ্যের একাধিক দুর্নীতির মামলায় তদন্ত করছে ইডি, সিবিআই-এর মতো সংস্থাগুলি৷ ২০১৪ সালে প্রাথমিক নিয়োগের দুর্নীতিতে নাম জড়ানোয় গ্রেফতার হন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ-সহ বেশ কয়েকজন। টাকার বিনিময়ে কীভাবে চাকরি বিক্রির খেলা চলত, তা নিয়ে বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে।