Chandrababu Naidu: দুর্নীতির তদন্তে জেলে চন্দ্রবাবু, বিক্ষোভে-বনধে অন্ধ্র উত্তাল

প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) গ্রেফতারির প্রতিবাদে বনধের ডাক দিয়েছে তেলুগু দেশম পার্টি। বিশাখাপত্তনমে অনশনে বসেন টিডিপি কর্মীরা।

Chandrababu Naidu Protests

প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) গ্রেফতারির প্রতিবাদে বনধের ডাক দিয়েছে তেলুগু দেশম পার্টি। বিশাখাপত্তনমে অনশনে বসেন টিডিপি কর্মীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। টিডিপি অন্ধ্র প্রদেশের প্রেসিডেন্ট দলের সমস্ত কর্মী, সাধারণ মানুষকে বিক্ষোভে সামিল হতে এবং বনধ সফল করতে আর্জি জানিয়েছেন।

চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে আজ, সোমবার অন্ধ্র প্রদেশ জুড়ে বনধের ডাক দিয়েছে তেলুগু দেশম পার্টি। দক্ষিণী অভিনেতা পবন কল্যাণের দল জনসেনা পার্টিও বনধে সমর্থন জানিয়েছে। বিক্ষোভে আর বনধে হাওয়া গরম অন্ধ্রের। দক্ষিণের রাজনৈতিক মহলও গরম। চন্দ্রবাবু নাইডুর অভিযোগ, ষড়যন্ত্র করা হয়েছে।

দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রবিবার তাকে আদালতে পেশ করা হলে, ১৪ দিনের হেফাজতে পাঠানো হয় তাকে। রাতেই টিডিপি প্রধানকে রাজামুন্দ্রি সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়। শনিবার ভোরে অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করে সিআইডি। অভিযোগ, সরকারে থাকাকালীন স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনে ৩৭১ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। এই দুর্নীতির মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে রবিবার ভোরে তাকে বিজয়ওয়াড়ার অ্যান্টি-কেরাপশন ব্যুরো কোর্টে পেশ করা হয়।

উল্লেখ্য, আদালত চন্দ্রবাবু নাইডুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। আগামী ২৩ সেপ্টেম্বর অবধি তাকে হেফাজতে রাখা হবে। আদালতের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে, জেলে তাকে বাড়ির খাবার, ওষুধ ও বিশেষ রুমের মতো সুবিধা দেওয়ার কথা।

রবিবার বিজয়ওয়াড়া কোর্টের বাইরে জমায়েত করেন টিডিপি কর্মীরা। আদালত ঘেরাও করে তারা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে এরপরই রাজামুন্দ্রি পুলিশ ১৪৪ ধারা জারি করেছে। চন্দ্রবাবু নাইডুকে রাজামুন্দ্রি সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়।