ব্যাঙ হইতে সাবধান! একসাথে ১০ জন মানুষ মারতে পারে

বিপজ্জনক প্রাণীর যখন নাম নেওয়া হয়, তখন তালিকায় সবার আগে আসে কুমীর, ভাল্লুক এবং সাপ! কিন্তু বিশ্বের সব থেকে বিষাক্ত প্রাণীর তালিকায় আছে মাত্র ২…

বিপজ্জনক প্রাণীর যখন নাম নেওয়া হয়, তখন তালিকায় সবার আগে আসে কুমীর, ভাল্লুক এবং সাপ! কিন্তু বিশ্বের সব থেকে বিষাক্ত প্রাণীর তালিকায় আছে মাত্র ২ ইঞ্চি লম্বা এক প্রাণী। এই প্রাণীর শরীরে এতটাই বিষ যে তা দিয়ে সহজেই একসঙ্গে ১০ জন মানুষকে মেরে ফেলা যাবে।

কুমীর-ভাল্লুক-সাপ কোনটাই নয়। একটা ছোট পেপার ক্লিপের আকারের ২ ইঞ্চির ‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ‘ ভয়ঙ্কর বিষধর।

‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ‘ প্রথম আবিস্কার হয় ১৯৭৩ সালে। বৃহতম প্রজাতির পয়জন ডার্টের মধ্যে ‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ‘ একটি। বিষাক্ত সাপ বা মাকড়সা কামড়া দিয়ে বিষ প্রয়োগ করে। কিন্তু পয়জন ডার্ট ব্যাঙ তার চামড়া দিয়েই বিষ নিঃসরণ করে। খুবই অল্প বিষ লাগে একজন মানুষকে শেষ করতে। তাই এই ব্যাঙকে ছূঁলেই ঘটে যাবে মহাবিপদ।

বাট্রাকোটক্সিন নামক বিষ থাকে এই ব্যাঙে। এই বিষ খুব কম প্রাণীর মধ্যে থাকে। বিষের সংস্পর্শে এলেই সঙ্গে সঙ্গে প্যারালিসিস অবধারিত এবং ১০ মিনিটের মধ্যে মৃত্যু নিশ্চিত।

পয়জন ডার্ট ব্যাঙ অনেক রঙের হয় – সোনালী হলুদ থেকে শুরু করে কমলা বা সবুজ। বাচ্চা পয়জন ডার্ট ব্যাঙ কালো রঙের হয় এবং পিঠের দিকে সোনালী স্ট্রাইপ্স।

গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ ৬ থেকে ১০ বছর বাঁচে। জঙ্গলের বিনাশের ফলে তাদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই ব্যাঙ আজ বিপন্ন। পৃথিবীর কয়েকটি জায়গায় দেখা মেলে এই বিষাক্ত ব্যাঙের।