ডটার্স ডে-র দিন নিজের রাজকন্যেকে দিন এই পাঁচটি মন ভালো করা উপহার!

ডটার্স ডে (International Daughters Day) নামটা শুনেই বোঝা যাচ্ছে আজ গোটা একটা দিন সযত্নে রাখা আছে মেয়েদের নামে। মেয়ে মানেই বাবা ও মায়ের ভীষণ প্রিয়।…

DAUGHTERS ডটার্স ডে-র দিন নিজের রাজকন্যেকে দিন এই পাঁচটি মন ভালো করা উপহার!

ডটার্স ডে (International Daughters Day) নামটা শুনেই বোঝা যাচ্ছে আজ গোটা একটা দিন সযত্নে রাখা আছে মেয়েদের নামে। মেয়ে মানেই বাবা ও মায়ের ভীষণ প্রিয়। মেয়ে মানেই বাবার রাজকন্যা। মেয়ে মানেই ঘরের লক্ষ্মী। তাই আজকের স্পেশাল দিনে নিজের ছোট্ট পরীর জন্য নিয়ে আসুন এই পাঁচটি গিফ্ট।

প্রথম গিফট হিসেবে দিতে পারেন হ্যান্ডমেড কার্ড। সেই কার্ডে লিখে রাখুন মন ভালো করা মেসেজ। যেটা পড়ে মন ভালো হয়ে যাবে আপনার মেয়ের। হাতে বানানো জিনিস সবসময় সুনিপুণ না হলেও, তাতে মিশে থাকে ভালোবাসা। যে ভালোবাসা কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। আর সৃষ্টিশীল এবং সৃজনশীল অভিভাবকদের নিজের বার্তা দেবার জন্য এই উপায় একেবারে অতুলনীয়।

   

পছন্দের খাবার: মেয়ে যেই খাবারটা খেতে ভালোবাসে, সেই খাবারটাই বাড়িতে রান্না করে দিতে পারেন বা বাইরে থেকে কিনে আনতে পারেন। কিন্তু খাবার শুধু বানালে বা কিনলেই হবে না, একসঙ্গে সকলে বসে সেটাকে এনজয় করে খেতে হবে এবং নিজের মেয়েকে সুন্দর মেসেজের সঙ্গে ডটার্স-ডের উইশ করতে হবে।

শিক্ষামূলক গিফ্ট: ধরুন আপনার মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে। সবে উচ্চমাধ্যমিক পাশ করেছে। তবে তাকে না জানিয়েই হঠাৎ করে তার পছন্দের কলেজের ফর্ম উপহার দিতে পারেন। আপনি যদি আপনার মেয়ের ইচ্ছেকে সম্মান করেন, তবে সেও আপনাকে আরও বেশি সম্মান করবে। তাছাড়া চারিত্রিক গঠন উন্নত করে তুলতে পারে, এমন কিছু বই বা মনীষীর জীবনীও উপহার দিতে পারেন।

পছন্দের পোশাক: বেশিরভাগ মেয়েরাই একটু সাজগোজ করতে ভালোবাসে। আর সাজগোজের তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ভালো পোশাক। আপনার মেয়ে ঠিক যে ধরণের পোশাক পরতে ভালোবাসে, তাকে সেই পোশাক দিয়ে খুশি করতে পারেন।

আর সবশেষে স্বাবলম্বী হবার পথে একধাপ এগিয়ে দিন নিজের মেয়েকে। আজকালকার দিনে নারী-পুরুষ সকলেই সমান। কেউ কারোর থেকে পিছিয়ে নেই। আর অর্থনৈতিকভাবে পরাধীন থেকে কখনোই স্বাধীন বা স্বাবলম্বী হওয়া যায় না। তাই যাতে আপনার মেয়ে সবদিক থেকে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেই ভরসার কাঁধটা দিন তাকে। সেই সাহস দিন তাকে। এটাই হবে একজন মেয়ের ডটার্স ডে র বেস্ট গিফ্ট।