How to win lottery: কোটিপতি হতে কে না চায়! বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু বেশি উপার্জন করতে চায় সকলেই। আর তার অঙ্কটা যদি হয় লাখে কিংবা কোটিতে তাহলে তো সোনায় সোহাগা। রাতারাতি কোটিপতি হওয়ার একমাত্র উপায় হলো লটারি। তবে লটারি কেটে পুরস্কার জেতে খুব কম লোকই। কারণ তাদের মধ্যে অনেকেই লটারি কাটার সঠিক পদ্ধতি জানেন না। চলুন জেনে নিই কোন উপায়ে লটারি কাটলে আপনিও হতে পারেন কোটি টাকার মালিক।
বেশিরভাগ লোকই মনে করে, লটারি জেতা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। এটা ঠিক, কিন্তু আমরা ছোট বেলা থেকে এটাও জেনে আসছি কর্ম না করলে ভাগ্য কখনই সঙ্গ দেয়না। এই সকল বিষয়ের মধ্যে অভিজ্ঞতা অন্যতম। যেই বিষয়ে মানুষের অভিজ্ঞতা আছে সেই বিষয়ে সাফল্য পাওয়া অনেক সহজ। তাই যদি আপনার পূর্বে অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য খুবই অল্প সময়ের মধ্যে বাকিদের তুলনায় পুরস্কার পাওয়া সহজ হয়ে উঠবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে লটারি কাটা নেশায় পরিণত করে ফেললে চলবে না।
লটারি খেলা হয়ে থাকে এমন কয়েকটি রাজ্য হল – কেরালা, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়। সর্বপ্রথম ১৯৬৭ সালে ভারতের কেরালা রাজ্যে প্রথমবারের জন্য লটারি খেলা শুরু হয়। দেশের মধ্যে মোট ১৩ টি রাজ্যে। আমাদের রাজ্যেও লটারি কাটার চলন খুবই পুরনো ও প্রচলিত।
• লটারি কাটার কিছু পদ্ধতি সম্পর্কে জেনে নিন—
১) লটারি কাটার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না। সময় দিয়ে চিন্তা করে টিকিট কাটুন।নিজের পছন্দের সংখ্যা দেখে লটারি কাটতে পারেন।
২) অনেকেই শুভ সংখ্যা ও দিন মানেন, তারা নিজেদের শুভ দিন ও শুভ সংখ্যা মেনে টিকিট কাটতে পারেন।
৩) আগে যেই নম্বরগুলিতে পুরস্কার হয়েছে সেই নম্বরগুলিকে বাদ রেখে টিকিট কাটার চেষ্টা করুন।
৪) বেশিরভাগ পুরস্কার প্রাপ্ত টিকিটে ১ নম্বরটি দেখতে পাওয়া যায়, আপনারা চাইলে এই সংখ্যাটি রয়েছে এমন টিকিট কাটতে পারেন। মানে যেই সকল টিকিটে ১ নম্বর বেশি দেখতে পাওয়া যায় সেই সকল টিকিট আপনারা কিনতে পারেন।
৫) টিকিট কাটার সময় ৭, ৯ নম্বরের টিকিট গুলি কাটতে পারেন।
৬) আপনার আগে লটারি কেটেছে এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে পরামর্শ নিন।
৭) সব সময় কম দামের টিকিট থেকে শুরু করুন। ধীরে ধীরে অভিজ্ঞতা বৃদ্ধি করুন।
৮) লটারি কাটতে যাওয়ার আগে ১ সপ্তাহ আগের রেজাল্টের দিকে নজর রাখুন।
৯) ০ – ৯ এর মধ্যে সব সংখ্যাই টিকিটে থাকে, ধরুন – এর আগে যেই টিকিটে পুরস্কার পাওয়া গেছে তার নম্বর ৭ দিয়ে শুরু ছিল, তাহলে আপনি ৮ সংখ্যা দিয়ে শুরু টিকিট কাটবেন।
১০) লটারী কাটুন নিজের পছন্দে ও বিবেচনায়।
উপরের পদ্ধতিগুলি অবলম্বন করলে , লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি থাকে। তবে এর মানে এটা নয় যে আপনি লটারিতে ১০০ শতাংশ পুরস্কার পাবেনই। পদ্ধতিগুলি মেনে চলুন, অভিজ্ঞতা বাড়ান, আপনিও পেতে পারেন পুরস্কার। তবে সতর্ক থাকুন লটারি কাটা যেন নেশায় পরিণত না হয়।