Saudi Arabia: কোন দেবতার পুজো হত আরবে? মিলেছে ৮ হাজার বছরের প্রাচীন মন্দির

সৌদিতে (Saudi Arabia) এক জমিতে পাওয়া যায় হতবাক করার মত তথ্য। কেমন লাগবে যদি আপনার সামনে হাজির করা হয় সহস্র বছরের পুরনো ইতিহাস বা হারিয়ে…

Ancient temple found in Saudi Arabia

সৌদিতে (Saudi Arabia) এক জমিতে পাওয়া যায় হতবাক করার মত তথ্য। কেমন লাগবে যদি আপনার সামনে হাজির করা হয় সহস্র বছরের পুরনো ইতিহাস বা হারিয়ে যাওয়ার কোনও স্থাপত্য। সম্প্রতি সৌদি আরবের এক জমিতে জরিপ করার সময় দেখা মিলল ৮ হাজার বছরের প্রাচীন মন্দিরের। পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়েছে কে রয়েছে এমন নানা ধরনের স্থাপত্য। যা বছরের পর বছর লোক চক্ষুর আড়ালেই থাকে। সম্প্রতি এক সাম্রাজ্যের খোঁজ পাওয়া গেছে সৌদি আরবের এক মরুভূমিতে। সেখানে খুঁজে পাওয়া গেছে ৮ হাজার বছরের পুরনো প্রাচীর সভ্যতা। যা এখনের দুনিয়ায় রীতিমত ভাইরাল।

সম্প্রতি দেখতে পাওয়া স্থাপত্যটি মন্দির ও পাথরের বেদীর কিছু অংশ। সংবাদ মাধ্যমে এর পিছনের কিছু ইতিহাস জানা যায়। জানা যাচ্ছে আলফাওর মানুষরা সেখানে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করত। আলপাওর পূর্বদিকে পাওয়া পাথরের মন্দিরটি তুয়াইক পর্বতের একপাশে অবস্থিত। যাকে খাসেনকারীয়াও বলা হয়ে থাকে। আরবের এক মরুভূমিতে জরিপ করার সময় এই পুরনো মন্দির ও বেদির স্থাপত্য খুঁজে পাওয়া যায়। পাওয়া যায় হরেক রকমের শিলালিপি। ৮ হাজার বছরের পুরনো মানব সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে সেখানে। কোন এক সময় কিন্দা রাজ্যের রাজধানী আলফাওতে প্রাচীন সেই সভ্যতার সন্ধান পাওয়া যায়।

আলফা নামে একটি মরুভূমির ধারে সেই সভ্যতা অবস্থিত ছিল। ওয়াদি আলদুয়াসি থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপত্যটি। এছাড়াও সেখানে নিউলিথিক যুগের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মন্দিরের পাশাপাশি রয়েছে প্রায় ২৭০৮ টি কবর। মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে অনেক ধর্মীয় শিলালিপি। এই ধর্মীয় শিলালিপি গুলি থেকে তখনকার মানুষের ধর্ম বর্ণ অনেক গুরুত্বপূর্ণ তথ্যের উত্তর পাওয়া গেছে। এছাড়াও সেখানে পাওয়া গেছে সেখানকার শহরের বেশ কিছু প্রাচীন নিদর্শন।

সৌদি আরবের এই চমৎকার জরিপটি করেছে হেরিটেজ নামের একটি সংগঠন। এ সমস্ত জরিপ নিয়ে হেরিটেজ আরো জানিয়েছে যে ভবিষ্যতে এবং আরও অনেক কিছু খোঁজ পাওয়া যেতে পারে। দেশের পরবর্তী প্রজন্মকে এগুলি সম্পর্কে জানানোর জন্য এগুলি সংরক্ষণ করে রাখা হবে। পৃথিবী সৃষ্টির পর থেকে এখানে কত কিছুই না ঘটে গেছে তার সবকিছু আমরা জানি না। পৃথিবীতে আসলে নিদর্শন এর কোনো অভাব নেই যা অভাব রয়েছে তা হলো তথ্যের। তথ্যের অভাবে আমরা পৃথিবী থেকে হারিয়ে যাওয়া ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। সৌদির মরুভূমিতে খুঁজে পাওয়া ৮ হাজার বছরের প্রাচীন মন্দিরের ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। এখান থেকে পাওয়া প্রাচীন ধর্মীয় শিলালিপির তথ্য সকলকে অবাক করে দিয়েছে।