Anup Ghoshal: ‘ভূতের রাজা’ গায়ক ও প্রাক্তন তৃ়ণমূল বিধায়ক অনুপ ঘোষাল প্রয়াত

বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক অনুপ ঘোষাল প্রয়াত। গুপি গাইন বাঘা বাইন ছবির গান গেয়েছিলেন তিনি। প্রয়াত অনুপ ঘোষাল। যাঁর কণ্ঠে শৈশব থেকে…

বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক অনুপ ঘোষাল প্রয়াত। গুপি গাইন বাঘা বাইন ছবির গান গেয়েছিলেন তিনি। প্রয়াত অনুপ ঘোষাল। যাঁর কণ্ঠে শৈশব থেকে বার্ধক্যে পৌঁছে যাওয়া একের পর এক প্রজন্ন আচ্ছন্ন। ৭৮ বছরে প্রয়াত হলেন তিনি। ছিলেন বিখ্যাত গুপি গাইন বাঘা বাইন ছবির গায়ক। তাঁর কণ্ঠে ভূতের রাজা দিল বর গানটি আরও কত প্রজন্মের শৈশবকে ছুঁয়ে যাবে তা বলা কঠিন। এমনই গায়ককে খুঁজে নিয়েছিলেন বিশ্ববন্দিত পরিচালক সত্যজিত রায়।

তবে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। রাজ্যে দীর্ঘ বাম জমানায় অনুপ ঘোষাল ছিলেন ততকালীন বাম সরকারের ঘনিষ্ঠ। পরে তিনি তৃণমূলের ঘনিষ্ঠ হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে উত্তরপাড়া থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন অনুপ ঘোষাল।

   

২০১১ সালে এই আসনে জিতে বিধায়ক হয়েছিলেন। দলীয় কর্মীদের অভিযোগ, জেতার পর তার দেখা মেলেনি। ক্ষোভের মুখে পরের ভোটে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল। প্রয়াত প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।