কথিত যে, পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জগন্নাথদেবের রত্নভান্ডারে পাহাড়ায় ছিল সাপ। রত্নভান্ডার খোলার পর সেখানে প্রবেশ করেছিলেন ওড়িশা হাই কোর্টের বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বাধীন ওড়িশা সরকারের তৈরি ১১ জন প্রতিনিধির একটি দল। তিনিই রত্নভান্ডারের পাহাড়াদার সাপ নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, রত্নভান্ডারে কোনও সাপ নজরে পড়েনি।
৪৬ বছর পর রবিবার পুরীর জগন্নাথদেবের মন্দিরের রত্নভান্ডার খোলা হয়েছিল। তালা ভেঙেই সেখানে ঢুকেছিলেন প্রতিনিধি দলের সদস্যরা। রত্নভান্ডারে কি সত্যিই সাপ ছিল? জবাবে ওড়িশা হাইকোর্টের বিচারপতি তথা সরকারি প্রতিনিধি দলের সদস্য বিশ্বনাথ রথে বলেন, ‘রত্নভান্ডারে যে দলটি প্রবেশ করেছিল, তাতে সাত থেকে আট জন মন্দির কমিটির সদস্যও ছিলেন। বহুদা যাত্রা শুরু হয়েছে বলে তাঁরা ব্যস্ত ছিলেন। সে কারণে আমরা ভাল করে খতিয়ে দেখার এবং সব রত্ন সরানোর সময় পাইনি। বিগ্রহের অলঙ্কার, রত্ন সরানোর জন্য অন্য একটি দিন নির্ধারণ করা হয়েছে।’
রেলের বড় ঘোষণা, বাংলার লাখ লাখ শিবভক্তের জন্য বিরাট সুখবর
কেদারনাথ মন্দির থেকে উধাও ২২৮ কেজি সোনা! চাঞ্চল্যকর দাবি জ্যোতির্মঠ শঙ্করাচার্যের
শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান অরবানিন্দা পাঢ়ি জানিয়েছেন, বাইরের রত্নকক্ষের চাবি রাখা ছিল পুরীর রাজা গজপতি মহারাজের কাছে। তিনি বলেন, ‘তাঁর থেকে চাবি নিয়েই বাইরের রত্নকক্ষে প্রবেশ করেছি আমরা।’ তাঁর সংযোজন, ‘সেখানে থাকা অলঙ্কার মন্দির চত্বরেই অস্থায়ী স্ট্রং রুমে রাখা হয়েছে। জেলাশাসকের উপস্থিতিতে তা সিল করে দেওয়া হয়েছে। তবে ভিতরের কক্ষে প্রবেশের জন্য তালা ভাঙা হয়।’
এই প্রসঙ্গে ওড়িশার বিজেপি সরকার জানিয়েছে যে সমাজমাধ্যমে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রভু জগন্নাথের ইচ্ছায় ওড়িয়ারা ওড়িয়া অস্মিতার পরিচয় নিয়ে এগিয়ে চলেছেন। এর আগে আপনাদের ইচ্ছায় জগন্নাথ মন্দিরের চারটি দরজা খোলা হয়েছিল। এ বার ৪৬ বছর পর আপনাদের ইচ্ছাতেই রত্নভান্ডারের দরজা খোলা হয়েছে।’
বাড়ছে অনলাইনে খাবারের খরচ, সুইগি-জোমাটোর চার্জে লংজাম্প