Karva Chauth: করবা চৌথ ব্রত, জানেন কি‌ এর মাহাত্ম্য

হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা সারাবছর জুড়ে ভিন্ন সময়ে তারা তাদের স্বামীদের মঙ্গলকামনার জন্য ব্রত পালন করে থাকে। নানা ব্রতের মাঝে ‘করবা চৌথ’ ব্রতটি (Karva Chauth)…

হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা সারাবছর জুড়ে ভিন্ন সময়ে তারা তাদের স্বামীদের মঙ্গলকামনার জন্য ব্রত পালন করে থাকে। নানা ব্রতের মাঝে ‘করবা চৌথ’ ব্রতটি (Karva Chauth) মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য। বিশেষত, এই ব্রতটি উত্তর ও পশ্চিম ভারতে পালন করা হয়ে থাকে। 

এই ব্রতর রীতি হল সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা যখন গগনে পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া যাবে, তখন ঐ চাঁদকে দেখে পুজো করে চাঁদের মুখ দেখে তারপর স্বামীর মুখ দেখে স্ত্রী জলপান করতে পারবেন। ইদানিংকালে, এই ব্রতর জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে প্রায় সারাদেশের নারীরাই এই ব্রত পালন করে থাকে।

জাঁকজমকপূর্ণভাবে সারাদিন উপবাস থেকে এই ব্রত পালন করা হয়ে থাকে বলে শরীরের দিকে বিশেষ করে নজর রাখা উচিত। চলতি বছরের অক্টোবর মাসের ১৩তারিখে এই ব্রত পালন করা হবে। 

প্রাথমিকভাবে এই ব্রত সৈনিকের স্ত্রীরা করে থাকতেন। সন্তান ও স্ত্রীকে রেখে স্বামীরা যেতেন দূরে, যুদ্ধক্ষেত্রে। পেশার জন্য সৈন্য স্বামীর জন্য প্রহর গুনতেন তার স্ত্রী। তার মঙ্গলকামনায় বিশেষ ধরনের উপবাস ব্রত করতেন কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে।বর্তমানে আজ এই ব্রত ‘ করবা চৌথ’ ব্রত বলে বহুল প্রচলিত হয়েছে সমাজের কাছে।