Rose Water: স্নানের সময় জলে মেশান গোলাপ জল, দুর্গন্ধ ধারে কাছে আসবে না

Indian girl pouring rose water into her bath

বর্তমানে গরমে নাজেহাল বাঙালি ইতিমধ্যে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বাংলায়। আর গরম মানে প্যাচপ্যাচে ঘাম আর দুর্গন্ধ। গরমের দিনে বাইরে বেরোলে কিংবা বাড়িতে কোন কাজ করলে ঘাম ঝরতে শুরু করে আবার অনেকেই আছেন এমন যারা সেই ভাবে কোন কাজ না করেও ঘামেন। তবে গরমে ঘাম সহ্য করা গেল সহ্য করা যায় না ঘামের দুর্গন্ধ। যদিও ঘাম ওর সাথে সাথেই দেহে দুর্গন্ধ সৃষ্টি হয় না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ঘামে দুর্গন্ধ সৃষ্টি হয় তার প্রধান কারণ অবশ্য ব্যাকটেরিয়া।

আর এই দুর্গন্ধের হাত থেকে মুক্তি পেতে আমরা সকলেই বিভিন্ন ধরনের বডি স্প্রে এবং পাউডার ব্যবহার করি। যা সাময়িকভাবে দেহে দুর্গন্ধ ঢেকে দেয় কিন্তু অনেকেই আছেন যাদের শরীরে লাগলে ত্বক জ্বলে ওঠে তাই কোন ধরনের সুগন্ধি তারা ব্যবহার করতে পারেন না। তবে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা সহজে ঘামের দুর্গন্ধ দূর করতে পারে। যার মধ্যে অন্যতম হলে বেকিং সোডা। জলের সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে তা বগলে এবং ঘাড়ে লাগিয়ে নিতে হবে, ১০ থেকে ১৫ মিনিট পর সেই মিশনকে ধুয়ে ফেলতে হবে।

   

তাছাড়া স্নান করার পরে গায়ে মাখতে হবে নারকেল তেল যার ফলে ত্বক রুক্ষ হবে না এবং মসৃণ থাকবে। অন্যদিকে শরীরে ঘাম হলেও তার থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে না তাছাড়া স্নান করার সময় জলে মিশিয়ে নিতে পারেন সামান্য পরিমাণে গোলাপ জল প্রাকৃতিক সুগন্ধি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন