Avoid neck pain: স্মার্টফোনে মুখ গুঁজে কোমর-ঘাড় ব্যথা! নিয়ম করতে হাঁটতে বলছেন বিশেষজ্ঞরা

বর্তমানে বিশ্ব প্রযুক্তি নির্ভর আর যত দিন যাচ্ছে এই প্রযুক্তি আরো উন্নত হতে শুরু করেছে। শুধু তাই নয়, বর্তমানে মানুষ পুরোপুরিভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

neck pain smartphone usage

বর্তমানে বিশ্ব প্রযুক্তি নির্ভর আর যত দিন যাচ্ছে এই প্রযুক্তি আরো উন্নত হতে শুরু করেছে। শুধু তাই নয়, বর্তমানে মানুষ পুরোপুরিভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে অনলাইন নির্ভর সবকিছুই, বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে বড়দের অফিস কিংবা ঘরের কাজে ব্যবহৃত নানান সামগ্রী এই ই কমার্স সাইটের মাধ্যমে অর্ডার করা সবকিছুই এখন প্রযুক্তির মাধ্যমে। অন্যদিকে বর্তমানে সারাদিনই কাজের চাপে সেই ভাবে নিজস্ব সময় কিছুই থাকে না তাই কাজের ফাঁকে সুযোগ পেলেই একটু মোবাইল কিংবা ল্যাপটপের মুখ গোজেন সকলে।

তবে বড়দের থেকে বর্তমান সময়ে বাচ্চাদের মোবাইল হাতে বেশি দেখা যায়। যারা ফলে ঘনিয়ে আসছে বড় বিপদ এমনটাই দাবী করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি জার্মানি একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে যাতে বলা হয়েছে মোবাইল ব্যবহারের ফলে ধীরে ধীরে মানুষের মেরুদন্ড বাঁকা হতে শুরু করেছে। যাক একটা সময় পরে মারাত্মক বিপদ ঘনিয়ে আনতে পারে। সারাদিন মোবাইল হোক কিংবা কম্পিউটার একটানা মাথা নামিয়ে কাজ করতে হয় আমাদের সকলকেই।

তাই বর্তমানে ঘাড়ে ব্যথা কিংবা পিঠ ব্যথার মত সমস্যা সকলেরই দেখা যায়। তাছাড়া দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকার জন্য শরীরে নিচের অংশের রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না সেই সমস্ত রক্ত জমাট বেঁধে বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে। তাই চিকিৎসা করে জানাচ্ছেন সারা দিনে ল্যাপটপ কিংবা মোবাইল নিয়ে কাজ করলেও প্রতিদিন নিয়ম করে অন্তত 30 মিনিট হাঁটতে হবে যাতে সুস্থ থাকবে শরীর।